‘অনুপমা’-য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)
2/ 9
এ বার ধরা পড়ল অভিনেত্রীর মাতৃত্বের রূপ৷ সামান্য সাজে দেখা গেল ছেলের সঙ্গে৷
3/ 9
ছেলের রুদ্রাংশের সঙ্গে আর পাঁচজন মায়ের মতোই বন্ধুর মতো মেশেন তারকা রূপালি৷
4/ 9
মুম্বইয়ের রাজপথে মা-ছেলেকে ফ্রেমবন্দি করেছেন পাপারাজ্জিরা৷
5/ 9
রুদ্রাংশের জন্ম ২০১৫ সালে৷ এখন ওর বয়স ৬ বছর৷
6/ 9
মা হওয়ার সময় যে জটিলতার মুখোমুখি হয়েছিলেন সে বিষয়ে গত বছর মুখ খুলেছিলেন রূপালি
7/ 9
অকপটে জানিয়েছেন কতটা বাধা বিঘ্ন পেরিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি
8/ 9
অতিমারির তীব্রতার সময়েও তিনি ছেলেকে বাড়িতে রেখে শ্যুটিং করেছেন৷ সে সময় যে রিসর্টে রূপালি থাকতেন সেখানে গিয়ে দেখা করে আসতেন স্বামী অশ্বিন ও ছেলে রুদ্রাংশ
9/ 9
বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র ছায়ায় হিন্দিতে তৈরি ‘অনুপমা’৷