Ankush Hazra: অপারেশন সিঁদুর-এর আবহে বাংলাদেশের জন্য মনকেমন! ওপারে যাওয়ার অপেক্ষায় অঙ্কুশ, রয়েছে কারণ

Last Updated:
Ankush Hazra: শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও অঙ্কুশের প্রচুর অনুরাগী। দুই বাংলার যৌথ প্রযোজনায় একাধিক কাজও করেছেন।
1/6
অঙ্কুশ হাজরা। টলিউডের প্রথম সারির অভিনেতা। দীর্ঘ কেরিয়ারে একাধিক সফল ছবি করেছেন।
অঙ্কুশ হাজরা। টলিউডের প্রথম সারির অভিনেতা। দীর্ঘ কেরিয়ারে একাধিক সফল ছবি করেছেন।
advertisement
2/6
শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও অঙ্কুশের প্রচুর অনুরাগী। দুই বাংলার যৌথ প্রযোজনায় একাধিক কাজও করেছেন। ওপার বাংলার মাহিয়া মাহি, নুসরত ফারিয়ার মতো তারকারা বড় পর্দায় তাঁর নায়িকা।
শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও অঙ্কুশের প্রচুর অনুরাগী। দুই বাংলার যৌথ প্রযোজনায় একাধিক কাজও করেছেন। ওপার বাংলার মাহিয়া মাহি, নুসরত ফারিয়ার মতো তারকারা বড় পর্দায় তাঁর নায়িকা।
advertisement
3/6
বাংলাদেশের প্রতি তাই অঙ্কুশের বিস্তর ভাললাগা। সেই কথাই যেন অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন অভিনেতা।
বাংলাদেশের প্রতি তাই অঙ্কুশের বিস্তর ভাললাগা। সেই কথাই যেন অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন অভিনেতা।
advertisement
4/6
অপারেশন সিঁদুর-এর আবহে বাংলাদেশ প্রীতির কথা জানিয়ে বৃহস্পতিবার একটি পোস্ট করেন অঙ্কুশ। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষ বার বাংলাদেশ গিয়েছিলাম শ্যুটিং করতে । অপেক্ষায়ে থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবসা অভিনেতা হিসeবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।'
অপারেশন সিঁদুর-এর আবহে বাংলাদেশ প্রীতির কথা জানিয়ে বৃহস্পতিবার একটি পোস্ট করেন অঙ্কুশ। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষ বার বাংলাদেশ গিয়েছিলাম শ্যুটিং করতে । অপেক্ষায়ে থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবসা অভিনেতা হিসeবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।'
advertisement
5/6
অঙ্কুশের বাংলাদেশী ভক্তরা তাঁর এই পোস্টে আপ্লুত। ফের অভিনেতাকে বাংলাদেশ যাওয়ার জন্য স্বাগত জানিয়েছেন তাঁরা।
অঙ্কুশের বাংলাদেশী ভক্তরা তাঁর এই পোস্টে আপ্লুত। ফের অভিনেতাকে বাংলাদেশ যাওয়ার জন্য স্বাগত জানিয়েছেন তাঁরা।
advertisement
6/6
আপাতত অঙ্কুশের হাতে দু'টি ছবি। নারী চরিত্র বেজায় জটিল এবং মন খারাপ। রক্তবীজ ২-এও দেখা যাবে তাঁকে।
আপাতত অঙ্কুশের হাতে দু'টি ছবি। নারী চরিত্র বেজায় জটিল এবং মন খারাপ। রক্তবীজ ২-এও দেখা যাবে তাঁকে।
advertisement
advertisement
advertisement