সুশান্তকে বিয়ে করবেন বলে ফিরিয়ে দিয়েছিলেন 'বাজিরাও মস্তানি'র প্রস্তাব, আজও হাত কামড়ান অঙ্কিতা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অঙ্কিতার কথায়, তিনি একসময় কেরিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বনশালির 'বাজিরাও মাস্তানি'র মতো ছবিতে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন।
advertisement
advertisement
অঙ্কিতার প্রথম টিভি সিরিজই ছিল সুপারহিট। ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। এর পরে সে-ভাবে আর তাঁকে টিভির পর্দায় দেখা যায়নি। বলিউডে বড় পর্দাতেও অবশ্য নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অঙ্কিতা। তাঁর ঝুলিতে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-র মতো হিট ছবিও। এমনকী ‘মণিকর্ণিকা’ ছবিতে কঙ্গনার পাশে আলাদা ভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
advertisement
এক সময় টিভি খুললেই দেখা যেত মানব-অর্চনার প্রেমকাহিনী। আর এ-ভাবেই ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকের অর্চনা যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিল। এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় ওই ধারাবাহিকের ভিডিও ক্লিপ। ভক্তরাও আবেগতাড়িত হয়ে পড়েন। অথচ অর্চনার ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডেকে বর্তমানে আর টিভি-র পর্দায় দেখা যায় না। এটা নিয়ে অভিনেত্রীর ভক্তদের মনেও প্রশ্ন জাগে!
advertisement
advertisement
অঙ্কিতাঅঙ্কিতার জানান, ভনশালি তাঁকে ফোন করে বলেছিলেন, ‘‘বাজিরাও মস্তানিতে অভিনয় করো। না হলে পরে হাত কামড়াতে হবে।’’ কিন্তু অঙ্কিতা জানিয়েছিলেন, ‘‘না স্যর, আমি আগে বিয়ে করতে চাই।’’ লোখান্ডে- সুশান্ত সিংয়ের প্রাক্তন বান্ধবী৷ 'পবিত্র রিস্তা' দিয়ে নাম করে ফেলেছিলেন টেলি দুনিয়ায়৷ অর্চনা নামে প্রতিটি ঘরে পরিচিত ছিলেন। এই শোয়ের পর তিনি 'এক থি নায়িকা'-তেও কাজ করেন। ২০২১ সালে, তিনি ওয়েব সিরিজ 'পবিত্র রিশতা ২.০'-তে কাজ করেছিলেন। বিয়ের পরে তিনি তাঁর স্বামী ভিকি জৈনের সঙ্গে 'স্মার্ট জোড়ি'-তে অংশ নিয়েছিলেন এবং উইনার হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও কোনও কাজ নেই তাই তিনিও ঘরে বসে আছে।
advertisement
advertisement