Ankita Lokhande: বারবার সুশান্তের নাম করেই চর্চায় থাকতে চান? বিগবসের ঘরে বিতর্কের জবাব দিলেন অঙ্কিতা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুশান্ত আর অঙ্কিতা। সেখানেই একে অপরের প্রেমে পড়েন। আর তাঁদের প্রেম-পর্ব চলে প্রায় ৭ বছর। তারপরেই বিচ্ছেদ হয়েছিল এই তারকা যুগলের।
advertisement
অঙ্কিতার প্রথম টিভি সিরিয়াল ছিল সুপারহিট। ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। এর পরে সে-ভাবে আর তাঁকে টিভির পর্দায় দেখা যায়নি। বলিউডে বড় পর্দাতেও অবশ্য নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অঙ্কিতা। তাঁর ঝুলিতে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-র মতো হিট ছবিও। এমনকী ‘মণিকর্ণিকা’ ছবিতে কঙ্গনার পাশে আলাদা ভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
একটি পর্বে সুশান্তের মৃত্যুর সময়কার স্মৃতিচারণ করে মুনাওয়ারের কাছে অভিনেত্রী বলেন, “যখন আমি ওকে দেখেছিলাম, আমার মনে হল সব শেষ। ও কত ফিল্ম দেখেছিল, আর সেগুলোও এখন সব শেষ।” প্রসঙ্গত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুশান্ত আর অঙ্কিতা। সেখানেই একে অপরের প্রেমে পড়েন। আর তাঁদের প্রেম-পর্ব চলে প্রায় ৭ বছর। তারপরেই বিচ্ছেদ হয়েছিল এই তারকা যুগলের। আর ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে।
advertisement
কিন্তু বারবার কেন সুশান্তের নাম করেন অঙ্কিতা? ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী অভিযোগ এনেছিলেন যে, ভিকি তাঁকে যথেষ্ট সময় দিচ্ছেন না। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত! আর তর্কাতর্কির মাঝেই ভিকি অভিনেতা তথা অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের নাম নিয়েছেন। তিনি অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন, কীভাবে তিনি সুশান্তের মৃত্যুর মতো কঠিন সময়ে অঙ্কিতাকে সামলেছিলেন!
advertisement
বিগবসের ঘরে বারবার সুশান্তের নাম নিয়ে বিপাকে পড়তে হয়েছে অঙ্কিতাকে। অনেকেই বলছেন ফ্য়ানদের টানার জন্য তিনি এমনটা করছেন। তবে অঙ্কিতা তা অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন এমনটা একেবারেই নয়। অভিষেক সুশান্তকে নিজের আদর্শ মনে করে, তার মতো হতে চায়। তাই তিনি সুশান্তের ভাল দিকগুলি এই প্লাটফর্মে তুলে ধরেছি। সুশান্ত একজন আদর্শ মানুষ ছিলেন আর সেটা স্বীকার করতে তাঁর দ্বিধা নেই।