Rashmika Mandanna Beauty Secret: হেঁসেলের এই দুই উপাদানেই ম্যাজিক, রশ্মিকা মন্দানার বিউটি সিক্রেট ফাঁস! আপনিও উপকৃত হবেন

Last Updated:
Rashmika Mandanna Beauty Secret: রশ্মিকার উপদেশ, দিনে বারবার জল দিয়ে মুখ ধোওয়া উচিত নয়। তাতে ত্বকে শুষ্কতা বাড়ে। প্রতিদিন দু’বার করে জল দিয়ে মুখ ধুলে ত্বক ভাল থাকে।
1/5
‘ন্যাশনাল ক্রাশ’ বলে কথা! দক্ষিণ থেকে বলিউড, তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ আপামর দেশবাসী। কিন্তু তার পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দানার রূপে কুপোকাত কত মানুষ। এই রূপ ধরে রাখতে বিশেষ কী কী পদক্ষেপ করেন নায়িকা?
‘ন্যাশনাল ক্রাশ’ বলে কথা! দক্ষিণ থেকে বলিউড, তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ আপামর দেশবাসী। কিন্তু তার পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দানার রূপে কুপোকাত কত মানুষ। এই রূপ ধরে রাখতে বিশেষ কী কী পদক্ষেপ করেন নায়িকা?
advertisement
2/5
ফেস প্যাকে ভরসা রশ্মিকার। তাও আবার তাঁর ঠাকুমার কাছ থেকে পাওয়া। চাল এবং হলুদ গুঁড়োর মিশ্রণেই লুকিয়ে রশ্মিকার বিউটি সিক্রেট। তবে তার পাশাপাশি আরও কিছু পন্থা অবলম্বন করেন তিনি।
ফেস প্যাকে ভরসা রশ্মিকার। তাও আবার তাঁর ঠাকুমার কাছ থেকে পাওয়া। চাল এবং হলুদ গুঁড়োর মিশ্রণেই লুকিয়ে রশ্মিকার বিউটি সিক্রেট। তবে তার পাশাপাশি আরও কিছু পন্থা অবলম্বন করেন তিনি।
advertisement
3/5
খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ রশ্মিকা। তেলজাতীয় খাবারে একেবারে ‘না’ তাঁর। তেল ছাড়া খাবার রান্না করা হয় তাঁর জন্য। পাশাপাশি ত্বকচর্চার জন্য একটি নিয়ম বরাবর পালন করে এসেছেন। সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে বেরোন না ‘অ্যানিমাল’-এর নায়িকা।
খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ রশ্মিকা। তেলজাতীয় খাবারে একেবারে ‘না’ তাঁর। তেল ছাড়া খাবার রান্না করা হয় তাঁর জন্য। পাশাপাশি ত্বকচর্চার জন্য একটি নিয়ম বরাবর পালন করে এসেছেন। সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে বেরোন না ‘অ্যানিমাল’-এর নায়িকা।
advertisement
4/5
ভিটামিন সি মুখে মাখেন রোজ। তা ছাড়া ময়েশ্চারাইজার সবসময়ে সঙ্গে রাখেন। ত্বকের জন্য এই দু’টি উপাদান তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ভিটামিন সি মুখে মাখেন রোজ। তা ছাড়া ময়েশ্চারাইজার সবসময়ে সঙ্গে রাখেন। ত্বকের জন্য এই দু’টি উপাদান তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
5/5
রশ্মিকার উপদেশ, দিনে বারবার জল দিয়ে মুখ ধোওয়া উচিত নয়। তাতে ত্বকে শুষ্কতা বাড়ে। প্রতিদিন দু’বার করে জল দিয়ে মুখ ধুলে ত্বক ভাল থাকে।
রশ্মিকার উপদেশ, দিনে বারবার জল দিয়ে মুখ ধোওয়া উচিত নয়। তাতে ত্বকে শুষ্কতা বাড়ে। প্রতিদিন দু’বার করে জল দিয়ে মুখ ধুলে ত্বক ভাল থাকে।
advertisement
advertisement
advertisement