বিজয় দেবরকোন্ডার সঙ্গে নতুন ছবি লাইগার-এর প্রচার শুরু করেছেন অনন্যা পান্ডে। তারই নতুন ফটোশ্যুটে কালো কাটআউট পোশাকে নেটপাড়ায় ঝড় তুলেছেন নায়িকা। (Ananya Panday) ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনন্যার সাজ নজর কেড়েছে ভক্তদের। কাটআউট ড্রেসে সেক্সি অবতারে ধরা দিয়েছেন অনন্যা। কালো পোশাকে দেখা যাচ্ছে তাঁর পেলব শরীর। হল্টারনেক পোশাকে মোহময়ী দেখাচ্ছে অনন্যাকে। হাই স্লিট ড্রেস পরেছেন নায়িকা। কালো চোখে নজরকাড়া সাজ। স্টাইলিশ কালো ড্রেসে এর আগেও নজর কেড়েছেন অনন্যা পান্ডে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কালো লেস লাগানো ড্রেসে অপরূপা নায়িকা। সিথ্রু ড্রেসেও সেক্সি অবতারে ধরা পড়েছেন অনন্যা পান্ডে।