একসময়ে শুনতে হয়েছিল,'স্তন চোখে পড়ছে না, ভারী করতে হবে', সেই অনন্যাই এখন বলি-টাউনের চোখের মণি

Last Updated:
অতীতের একটি সাক্ষাৎকারে 'গেহরাঁইয়া' স্টার জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।
1/6
সাদা বডিকন ড্রেসে সূর্যস্নাতা, খোলা চুল, মেক-আপ নেই... নেটদুনিয়ায় শোরগোল ফেললেন অনন্যা পাণ্ডে
সাদা বডিকন ড্রেসে সূর্যস্নাতা, খোলা চুল, মেক-আপ নেই... নেটদুনিয়ায় শোরগোল ফেললেন অনন্যা পাণ্ডে
advertisement
2/6
বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় চাঙ্কি পাণ্ডে-কন্যা অনন্যা পাণ্ডে! 'স্টুডেন্ট অফ দ্য ইয়াত টু', 'গেহরাইয়াঁ'-র মতো ছবি দিয়ে নিজের শক্তপোক্ত ফ্যান বেস তৈরি করেছেন সুন্দরী!
বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় চাঙ্কি পাণ্ডে-কন্যা অনন্যা পাণ্ডে! 'স্টুডেন্ট অফ দ্য ইয়াত টু', 'গেহরাইয়াঁ'-র মতো ছবি দিয়ে নিজের শক্তপোক্ত ফ্যান বেস তৈরি করেছেন সুন্দরী!
advertisement
3/6
কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনা! একবার অনন্যা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সবাই নাকি তাঁকে কঙ্কাল বলে ট্রোল করে! তাঁর পা-দুটো নাকি অস্বাভাবিকরকম সরু।
কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনা! একবার অনন্যা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সবাই নাকি তাঁকে কঙ্কাল বলে ট্রোল করে! তাঁর পা-দুটো নাকি অস্বাভাবিকরকম সরু।
advertisement
4/6
রণবীরের চ্যাট-শোয়ে অনন্যা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই একাধিক পরিচালক-প্রযোজকদের কাছে তাঁকে শুনতে হত, তাঁর স্তন নাকি বেশিই ছোট, চোখে পড়ার মতো না! নায়িকা হিসাবে আকর্ষণীয় নয়, কাজেই সবাই উপদেশ দিতেন অস্ত্রোপচার করে স্তন ভারী করার!
রণবীরের চ্যাট-শোয়ে অনন্যা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই একাধিক পরিচালক-প্রযোজকদের কাছে তাঁকে শুনতে হত, তাঁর স্তন নাকি বেশিই ছোট, চোখে পড়ার মতো না! নায়িকা হিসাবে আকর্ষণীয় নয়, কাজেই সবাই উপদেশ দিতেন অস্ত্রোপচার করে স্তন ভারী করার!
advertisement
5/6
অতীতের একটি সাক্ষাৎকারে 'গেহরাঁইয়া' স্টার জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।
অতীতের একটি সাক্ষাৎকারে 'গেহরাঁইয়া' স্টার জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।
advertisement
6/6
পরিচালক হিসাবে করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীর সিং এবং আলিয়া ভাটের পাশাপাশি রয়েছে বিশাল 'ধমাকা'! শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে।
পরিচালক হিসাবে করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীর সিং এবং আলিয়া ভাটের পাশাপাশি রয়েছে বিশাল 'ধমাকা'! শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে।
advertisement
advertisement
advertisement