Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: সৌন্দর্য এবং ফ্যাশনের মিশেলে অপূর্ব সুন্দরী ইশা! ভাইয়ের প্রাক-বিবাহ উৎসবে মুকেশ-কন্যা অপরূপা
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
এমনিতে বরাবরই ফ্যাশন গোল সেট করে এসেছেন সুন্দরী ইশা। ফলে নিজের ভাইয়ের বিশেষ অনুষ্ঠানেও যে তিনি তাক লাগাবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না।
advertisement
advertisement
এমনিতে বরাবরই ফ্যাশন গোল সেট করে এসেছেন সুন্দরী ইশা। ফলে নিজের ভাইয়ের বিশেষ অনুষ্ঠানেও যে তিনি তাক লাগাবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না। তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট অনাইতা শ্রফ আদজানিয়া। তিনিই ইশার নানা লুকের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। দেখে নেওয়া যাক, তিন দিনব্যাপী ওই অনুষ্ঠানে কী কী পরলেন ইশা?
advertisement
advertisement
advertisement
ইশার তৃতীয় লুকেও ছিল কালোর ছোঁয়া। একটি কাস্টম ল্যুই ভিতঁ সেমি শিয়ার ড্রেসে গর্জাস অবতারে ধরা দিয়েছিলেন মুকেশ-কন্যা। চতুর্থ লুকের জন্য আবার ইশা বেছে নিয়েছিলেন একটা ঘন লাল রঙের ঝলমলে কাস্টম লেহেঙ্গা। এর সঙ্গে তাল মিলিয়ে পরে নিয়েছিলেন জ্যুয়েলারি। উজ্জ্বল ঘন লাল রঙের ওই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রা।
advertisement
advertisement
advertisement