ক্যাসিক্ল্যাল নাচে-গানে জমাজমাট সন্ধ্যা উপহার দিলেন পন্ডিত রণু মজুমদার, পন্ডিত তরুণ ভট্টাচার্য সহ অনেকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পন্ডিত রণু মজুমদার, পন্ডিত তরুণ ভট্টাচার্য, গুরু অসীমবন্ধু ভট্টাচার্য, তণ্বী চৌধুরী মঞ্চে নিয়ে আসলেন ম্যাজিকাল পারফর্মেন্স
বিশিষ্ট কত্থক নৃত্য শিল্পী তন্বী চৌধুরী তাঁর নৃত্য গুরু অসীমবন্ধু ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা জানাতে পন্ডিত তরুণ ভট্টাচার্য, পন্ডিত রনু মজুমদারের সাথে মঞ্চে আনলেন এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা The Sojourn - The story at heaven গত ২৪ এপ্রিল, ২০২৫, কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে সন্ধ্যা ৬:৩০ টা থেকে বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি নৃত্য গুরুর হীরক জয়ন্তী বর্ষের জন্য এক অনন্য সাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল শহর কলকাতা।
advertisement
প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী তণ্বী চৌধুরী এর এই অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত পন্ডিত তরুণ ভট্টাচার্য সন্তুরে, পদ্মশ্রী পন্ডিত রনু মজুমদার (বাঁশি), গুরু অসীমবন্ধু ভট্টাচার্য, তণ্বী চৌধুরী কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করলেন। কথায় , কথায় গল্প বুনলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন গল্প দিদি প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement