Bollywood Gossip: ছিঃ ছিঃ! শুটিংয়ের ফাঁকে বদ্ধ ঘরে অমিতাভের সঙ্গে কী করছেন রেখা? চরম মুহূর্তে ধরে ফেলেই কষিয়ে চড় জয়ার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
advertisement
অমিতাভ-রেখার সম্পর্ক, বলিউডের চিরকালীন না পূরণ হওয়া প্রেমের কিংবদন্তী৷ এমন অনেক গল্প রয়েছে যা এখনও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়৷ অমিতাভের প্রতি গভীর প্রেম, তা সত্ত্বেও একের পর এক বিয়ে৷ অথচ কোনও বিয়েই থিতু করতে পারেনি রেখাকে৷ অমিতাভ বচ্চন যখন স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার যাপন করছেন৷ রেখা তখন একা৷
