Bollywood Super Rich Son-in-Laws: সুপারস্টার শ্বশুরদের কোটি-কোটিপতি জামাই! অমিতাভ থেকে ঋষি মেয়েদের বিয়ে দিতে বেছেছেন যেসব পাত্রদের, চিনুন তাঁদের

Last Updated:
Bollywood Superstars and their Super Rich Son in Laws: বলিউডের জামাই এঁরা, তবে লাইমলাইট থেকে দূরে থাকেন৷ যদিও এঁদের আয় কোটি কোটি টাকা৷ সবদিক ক্ষতিয়ে দেখেই মেয়েদের এমন বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতারা৷
1/8
বলিউডের শহেনশা, অমিতাভ বচ্চন৷ মেয়ে অন্তঃ প্রাণ৷ বছরের অনেকটা সময়ই বাবা-মায়ের কাছে থাকেন শ্বেতা, এমনই শোনা যায়৷ সম্প্রতি মেয়েকে কোটি টাকার বাংলো লিখে দিলেন বিগ বি৷ তা নিয়ে নাকি বউমার সঙ্গে বিবাদও বাধে৷ তবে সেই গুঞ্জনে কান না দিয়ে আপাতত দেখে নেওয়া যায় স্বেতার স্বামীর সম্বন্ধে৷ মেয়ের বিয়ে দিতে সেরা পাত্র বেছে নেন বচ্চন পরিবার৷ রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দাকে বিয়ে করেছেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। নিখিল নন্দ এসকর্ট লিমিটেড নামে একটি কোম্পানির পরিচালক। নিখিল নন্দা এবং শ্বেতা বচ্চনের দুই সন্তান, অগস্ত্য নন্দা এবং নব্য নাভেলি নন্দা। অগস্ত্য নন্দা সম্প্রতি জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করেছেন।
বলিউডের শহেনশা, অমিতাভ বচ্চন৷ মেয়ে অন্তঃ প্রাণ৷ বছরের অনেকটা সময়ই বাবা-মায়ের কাছে থাকেন শ্বেতা, এমনই শোনা যায়৷ সম্প্রতি মেয়েকে কোটি টাকার বাংলো লিখে দিলেন বিগ বি৷ তা নিয়ে নাকি বউমার সঙ্গে বিবাদও বাধে৷ তবে সেই গুঞ্জনে কান না দিয়ে আপাতত দেখে নেওয়া যায় স্বেতার স্বামীর সম্বন্ধে৷ মেয়ের বিয়ে দিতে সেরা পাত্র বেছে নেন বচ্চন পরিবার৷ রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দাকে বিয়ে করেছেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। নিখিল নন্দ এসকর্ট লিমিটেড নামে একটি কোম্পানির পরিচালক। নিখিল নন্দা এবং শ্বেতা বচ্চনের দুই সন্তান, অগস্ত্য নন্দা এবং নব্য নাভেলি নন্দা। অগস্ত্য নন্দা সম্প্রতি জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করেছেন।
advertisement
2/8
অন্যদিকে কাপুর পরিবারের বেশিরভাগ মেয়ে এবং বউমার মতো, ঋষি কাপুর এবং নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও ছবির জগৎ থেকে অনেক দূরে। ব্যবসায়ী ভারত সাহনিকে বিয়ে করেছেন ঋদ্ধিমা কাপুর। কোটি টাকার মালিক ভারত সাহনিও লাইমলাইট থেকে দূরেই থাকেন।
অন্যদিকে কাপুর পরিবারের বেশিরভাগ মেয়ে এবং বউমার মতো, ঋষি কাপুর এবং নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও ছবির জগৎ থেকে অনেক দূরে। ব্যবসায়ী ভারত সাহনিকে বিয়ে করেছেন ঋদ্ধিমা কাপুর। কোটি টাকার মালিক ভারত সাহনিও লাইমলাইট থেকে দূরেই থাকেন।
advertisement
3/8
'ড্রিম গার্ল' হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল তাঁর ছোটবেলার বন্ধু ভারত তখতানিকে বিয়ে করেছেন। হেমা মালিনীর জামাই ভারত তখতানি হীরা ব্যবসায়ী।
'ড্রিম গার্ল' হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল তাঁর ছোটবেলার বন্ধু ভারত তখতানিকে বিয়ে করেছেন। হেমা মালিনীর জামাই ভারত তখতানি হীরা ব্যবসায়ী।
advertisement
4/8
প্রবীণ অভিনেতা সঞ্জয় খান এবং জারিনের কন্যা সুজান খান৷ ২০০০ সালে বিয়ে করেন হৃতিক রোশন এবং সুজান খান৷ ১৪ বছর একসঙ্গে থাকার পর, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেন তাঁরা। হৃতিক রোশন ও সুজান খানের দুই ছেলে রয়েছে। হৃতিকও কোটিপতি৷
প্রবীণ অভিনেতা সঞ্জয় খান এবং জারিনের কন্যা সুজান খান৷ ২০০০ সালে বিয়ে করেন হৃতিক রোশন এবং সুজান খান৷ ১৪ বছর একসঙ্গে থাকার পর, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ করেন তাঁরা। হৃতিক রোশন ও সুজান খানের দুই ছেলে রয়েছে। হৃতিকও কোটিপতি৷
advertisement
5/8
অভিনেতা ফরদিন খান হলেন ৭-র দশকের বলিউড কুইন মুমতাজের জামাতা। ফারদিন খান ২০০৫ সালে মুমতাজ ও ময়ুর মাধবানির মেয়ে নাতাশা মাধভানিকে বিয়ে করেন। প্রায় ১৮ বছর দাম্পত্য জীবন কাটিয়ে শিগগিরই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে এই দম্পতির। যদিও এই দম্পতি এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফিরোজ খানের ছেলে ফরদিন খান৷ পারিবারিক ভাবেই তাঁরা অত্যন্ত ধনী৷
অভিনেতা ফরদিন খান হলেন ৭-র দশকের বলিউড কুইন মুমতাজের জামাতা। ফারদিন খান ২০০৫ সালে মুমতাজ ও ময়ুর মাধবানির মেয়ে নাতাশা মাধভানিকে বিয়ে করেন। প্রায় ১৮ বছর দাম্পত্য জীবন কাটিয়ে শিগগিরই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে এই দম্পতির। যদিও এই দম্পতি এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফিরোজ খানের ছেলে ফরদিন খান৷ পারিবারিক ভাবেই তাঁরা অত্যন্ত ধনী৷
advertisement
6/8
'থ্রি ইডিয়টস', 'গোলমাল'-এর মতো ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা শারমন জোশির বলিউডের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে। অভিনেত্রী সরিতা জোশীর ভাগ্নে শারমন জোশি বলিউডের নামী ভিলেন প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা চোপড়াকে বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০০০ সালে বিয়ে করেন। শারমন যোশী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত৷ ফলে তাঁর আয়ও কোটির ঘরে৷
'থ্রি ইডিয়টস', 'গোলমাল'-এর মতো ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা শারমন জোশির বলিউডের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে। অভিনেত্রী সরিতা জোশীর ভাগ্নে শারমন জোশি বলিউডের নামী ভিলেন প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা চোপড়াকে বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০০০ সালে বিয়ে করেন। শারমন যোশী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত৷ ফলে তাঁর আয়ও কোটির ঘরে৷
advertisement
7/8
সলমন খানের পরিবার বলিউডের অন্যতম সফল এবং বিখ্যাত পরিবার। এই পরিবারে অনেক অভিনেতা ও প্রযোজক রয়েছে। সেলিম খান এবং সালমার বড় মেয়ে আলভিরা খান ১৯৯৫ সালে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা অতুল অগ্নিহোত্রীকে বিয়ে করেন।
সলমন খানের পরিবার বলিউডের অন্যতম সফল এবং বিখ্যাত পরিবার। এই পরিবারে অনেক অভিনেতা ও প্রযোজক রয়েছে। সেলিম খান এবং সালমার বড় মেয়ে আলভিরা খান ১৯৯৫ সালে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা অতুল অগ্নিহোত্রীকে বিয়ে করেন।
advertisement
8/8
অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেছেন শর্মিলা-পতৌদি কন্যা সোহা আলি খান৷ ২০২৫ সালে অভিনেতা কুণাল খেমু ও সোহার বিয়ে হয়৷
অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেছেন শর্মিলা-পতৌদি কন্যা সোহা আলি খান৷ ২০২৫ সালে অভিনেতা কুণাল খেমু ও সোহার বিয়ে হয়৷
advertisement
advertisement
advertisement