Amitabh Bachchan: ভিন-ধর্মে মা-বাবার বিয়ে! কেমন কেটেছে ছোটবেলা, কত পেতেন অঙ্কে? অমিতাভ বচ্চনের জীবনের অজানা তথ্য
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Amitabh Bachchan Life Story: নিজের ব্যক্তিগত জীবনের গল্প ভাগ করে নিলেন অমিতাভ বচ্চন। যা শুনে মন ভরে গিয়েছে ভক্তদের। ভিন-জাতে প্রেম নিয়ে প্রতিযোগী কৃতীর সঙ্গে কথা বলতে গিয়ে বিগ বি বলেন তিনি নিজেকে হাফ-সর্দার বলে মনে করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*এদিকে কৌন বনেগা ক্রোড়পতি-র ওই পর্বের প্রতিযোগী ছিলেন কৃতী। তিনি আবার উত্তরপ্রদেশের সুকৃতের বাসিন্দা। নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। কৃতী জানান, কেবিসি-তে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা। কিন্তু তিনি সেটা করতে পারেননি। স্মৃতি একটু একটু করে হারিয়ে যেতে থাকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*অঙ্কের প্রশ্নে দুর্ধর্ষ জবাব দেন কৃতী। যা দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভও। এমনকী প্রশংসাও করেছেন। কৃতী স্বীকার করে জানিয়েছেন যে, তিনি অঙ্কে তেমন ভাল ছিলেন না। টেনেটুনে চল্লিশের কাছাকাছি নম্বর পেতেন। কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই বেড়েছে। এর জবাবে বিগ বি নিজেই ভাগ করে নেন অঙ্ক নিয়ে তাঁর সমস্যার কথা। মাত্র ৪২ পাওয়ার কথাও স্বীকার করেছেন। সংগৃহীত ছবি।
advertisement
