Big B Ganga Aarti Pics: বিশাল প্রদীপ হাতে ঋষিকেশে গঙ্গা আরতিতে মগ্ন অমিতাভ বচ্চন, ভাইরাল হল পুজোর ছবি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Big B Ganga Aarti in Rishikesh: স্বামী চিদানন্দ সরস্বতীর (Swami Chidanand Saraswati) সঙ্গে সন্ধ্যায় গঙ্গা আরতিতেও (Big B Ganga Aarti) অংশ নিয়েছেন বিগ বি।
#নয়াদিল্লি: সম্প্রতি ঋষিকেশে দেখা মিলেছে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। সেখানে স্বামী চিদানন্দ সরস্বতীর (Swami Chidanand Saraswati) সঙ্গে সন্ধ্যায় গঙ্গা আরতিতেও (Big B Ganga Aarti) অংশ নিয়েছেন বিগ বি। ওই স্থানে উপস্থিত অন্যান্য ভক্তদের সঙ্গে প্রার্থনা করতে দেখে গিয়েছে তাঁকে।
advertisement
advertisement
গঙ্গার ধারে দাঁড়িয়ে ঋষিকেশ থেকে ছবিও শেয়ার করেছেন বিগ বি (Big B Ganga Aarti)। নিজের ব্লগে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিগ বি লিখেছেন, “গঙ্গা দেবত্বকে উস্কে দেয়, আত্মাকে এমনভাবে আলিঙ্গন করে যা অন্য কেউ করতে পারে না। মানবজাতির কাছে এমন নানা অজানা আবেগ প্রকাশ পায় যা আমরা দেখি, আমরা শুনি, আমরা জানি কিন্তু আমরা করি না।”
advertisement
advertisement
advertisement