Alia-Ranbir Mehendi: আলিয়া-রণবীরের মেহেন্দিতে 'লাইমলাইট' কাড়লেন দুই ননদিনী! দেখুন বলি ডিভাদের মারকাটারি মেহেন্দি লুক...

Last Updated:
Alia Ranbir Mehendi: বহুদিন পরে সুখের সময় এসেছে কাপুর পরিবারে। করোনাকালে একের পর এক প্রবীণ সদস্যের মৃত্যুতে মুছড়ে ছিল গোটা পরিবার। তারই মধ্যে অবশ্য সুখবর নিয়ে এসেছিল তৈমুরের ছোট্ট ভাইয়ের আগমন। তবুও খুশির মরশুম সেভাবে কড়া নাড়েনি এই পরিবারে। তাই রণবীর আলিয়ার বিয়ের উৎসবে কোনও কসুর ছাড়তে চান না কেউই।
1/8
Ranbir Alia Wedding Ranbir Alia Mehendi Photos
Ranbir Alia Wedding Ranbir Alia Mehendi Photos
advertisement
2/8
বহুদিন পর খুশিতে ভাসতে দেখা গেল ঋষি-জায়া নীতু কাপুরকেও। পাশাপাশি মেহেন্দি অনুষ্ঠানে চাঁদ যেন নেমে এলো মাটিতে। আলিয়ার সাজের ঝলক দেখা না গেলেও সুন্দর স্টাইলে দেখা গেল করিনা, করিশ্মার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেরাই।
বহুদিন পর খুশিতে ভাসতে দেখা গেল ঋষি-জায়া নীতু কাপুরকেও। পাশাপাশি মেহেন্দি অনুষ্ঠানে চাঁদ যেন নেমে এলো মাটিতে। আলিয়ার সাজের ঝলক দেখা না গেলেও সুন্দর স্টাইলে দেখা গেল করিনা, করিশ্মার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেরাই।
advertisement
3/8
হলুদ পোশাকে জমকালো দেখাচ্ছিল করিশ্মাকে। অন্যদিকে দুধ সাদা পোষাকে প্রাক-বিয়ের অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে দেখা গেল করিনা কাপুরকে।
হলুদ পোশাকে জমকালো দেখাচ্ছিল করিশ্মাকে। অন্যদিকে দুধ সাদা পোষাকে প্রাক-বিয়ের অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে দেখা গেল করিনা কাপুরকে।
advertisement
4/8
 বুধবার সকাল থেকেই আর-কে হাউসে বলিউড সেলেবদের সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো। প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয় মেহেন্দি দিয়ে এবং সন্ধ্যায় ছিল সঙ্গীত অনুষ্ঠান। করিনা কাপুর এবং করিশ্মা কাপুর আলিয়া-রণবীরের মেহেন্দিতে অংশ নিয়েছিলেন। পুরো অনুষ্ঠানে কাপুর বোনেরা নজর করেছেন বেশ ভালোই। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
বুধবার সকাল থেকেই আর-কে হাউসে বলিউড সেলেবদের সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো। প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয় মেহেন্দি দিয়ে এবং সন্ধ্যায় ছিল সঙ্গীত অনুষ্ঠান। করিনা কাপুর এবং করিশ্মা কাপুর আলিয়া-রণবীরের মেহেন্দিতে অংশ নিয়েছিলেন। পুরো অনুষ্ঠানে কাপুর বোনেরা নজর করেছেন বেশ ভালোই। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
5/8
বহুদিন পর খুশিতে ভাসতে দেখা গেল ঋষি-জায়া নীতু কাপুরকেও। পাশাপাশি মেহেন্দি অনুষ্ঠানে চাঁদ যেন নেমে এলো মাটিতে। আলিয়ার সাজের ঝলক দেখা না গেলেও সুন্দর স্টাইলে দেখা গেল করিনা, করিশ্মার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেরাই।
বহুদিন পর খুশিতে ভাসতে দেখা গেল ঋষি-জায়া নীতু কাপুরকেও। পাশাপাশি মেহেন্দি অনুষ্ঠানে চাঁদ যেন নেমে এলো মাটিতে। আলিয়ার সাজের ঝলক দেখা না গেলেও সুন্দর স্টাইলে দেখা গেল করিনা, করিশ্মার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেরাই।
advertisement
6/8
করিশ্মা কাপুর কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন। এই ছবিতে, তাকে তার পায়ের মেহেন্দি ফ্লান্ট করতে দেখা যায়। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
করিশ্মা কাপুর কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন। এই ছবিতে, তাকে তার পায়ের মেহেন্দি ফ্লান্ট করতে দেখা যায়। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
7/8
পায়ের মেহেন্দি ফ্লান্ট করার সময় করিশ্মা কাপুর লেখেন, "আমি মেহেন্দি পছন্দ করি।" (ছবির ক্রেডিট: Instagram @therealkarismakapoor)
পায়ের মেহেন্দি ফ্লান্ট করার সময় করিশ্মা কাপুর লেখেন, "আমি মেহেন্দি পছন্দ করি।" (ছবির ক্রেডিট: Instagram @therealkarismakapoor)
advertisement
8/8
অন্যদিকে আলিয়া ভাটের হবু ছোট ননদ করিনা কাপুর খানকেও একটি ঝকঝকে সাদা লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
অন্যদিকে আলিয়া ভাটের হবু ছোট ননদ করিনা কাপুর খানকেও একটি ঝকঝকে সাদা লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
advertisement
advertisement