Alia-Ranbir Mehendi: আলিয়া-রণবীরের মেহেন্দিতে 'লাইমলাইট' কাড়লেন দুই ননদিনী! দেখুন বলি ডিভাদের মারকাটারি মেহেন্দি লুক...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Alia Ranbir Mehendi: বহুদিন পরে সুখের সময় এসেছে কাপুর পরিবারে। করোনাকালে একের পর এক প্রবীণ সদস্যের মৃত্যুতে মুছড়ে ছিল গোটা পরিবার। তারই মধ্যে অবশ্য সুখবর নিয়ে এসেছিল তৈমুরের ছোট্ট ভাইয়ের আগমন। তবুও খুশির মরশুম সেভাবে কড়া নাড়েনি এই পরিবারে। তাই রণবীর আলিয়ার বিয়ের উৎসবে কোনও কসুর ছাড়তে চান না কেউই।
advertisement
advertisement
advertisement
বুধবার সকাল থেকেই আর-কে হাউসে বলিউড সেলেবদের সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো। প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয় মেহেন্দি দিয়ে এবং সন্ধ্যায় ছিল সঙ্গীত অনুষ্ঠান। করিনা কাপুর এবং করিশ্মা কাপুর আলিয়া-রণবীরের মেহেন্দিতে অংশ নিয়েছিলেন। পুরো অনুষ্ঠানে কাপুর বোনেরা নজর করেছেন বেশ ভালোই। (ছবির ক্রেডিট: ভাইরাল ভায়ানি)
advertisement
advertisement
advertisement
advertisement