বলিউডে এখন সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাটের নাম সবচেয়ে উপরে থাকে। গাঙ্গুবাই কাঠিওয়াড়িতে অভিনয় করে মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি করণ জোহর আয়োজিত পার্টিতে নজর কাড়লেন গাঙ্গুবাই তথা আলিয়া ভাট। এই পার্টি এক প্রকার ফ্যাশন শোয়ের আকার নিয়েছিল। আর সেই পার্টিতে ফ্যাশনিস্তা হিসেবেই ধরা দিলেন আলিয়া। ফ্লোরাল টিউব ড্রেসের সঙ্গে ম্যাচিং করা ব্লেজারে দেখা গেল তাঁকে। গাঙ্গুবাই এর প্রচারের সময়ে সাদা রঙের সঙ্গে এক নতুন মেলবন্ধন তৈরি করেছিলেন আলিয়া। সমুদ্র সৈকতে হলুদ ফ্লোরাল পোশাকে নজর কাড়লেন আলিয়া। ফ্লোরাল গাউনে যেন কোনও রূপকথার রাজকন্যা আলিয়া ভাট। চোখ ফেরানো দায়। স্নিগ্ধ সাজে আলিয়া ভাট। নিঃসন্দেহে সুন্দর লাগছে অভিনেত্রীকে। কালারফুল ব্লেজারের সঙ্গে লাল প্যান্ট। ফ্যাশনিস্তা আলিয়া। গাঙ্গুবাই হিসেবে তাঁকে পছন্দ করেছে নেটিজেন।