‘ভুল ভুলাইয়া’-র সিক্যুয়েল থেকে বার করে দেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে? এ কী বললেন অভিনেতা… ‘হেরা ফেরি ৩’-এর বিষয়ে দিলেন সুখবর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Akshay Kumar reveals he was removed from Bhool Bhulaiyaa Sequels: অক্ষয় অভিনীত অনবদ্য ছবিগুলির মধ্যে অন্যতম হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি ধারার ছবি ‘ভুল ভুলাইয়া’। পরে এই ছবি ক্লাসিক-এর তকমা পেয়েছে। এমনকী, জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছিল যে, পরবর্তী কালে এই ছবির দু’টি সিক্যুয়েলও তৈরি হয়েছে। যদিও পরবর্তী দুই সিক্যুয়েলে দেখা যায়নি অক্ষয় কুমারকে। ফলে বেশ হতাশই হয়েছেন অভিনেতার ভক্তরা।
advertisement
তবে অক্ষয় অভিনীত অনবদ্য ছবিগুলির মধ্যে অন্যতম হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি ধারার ছবি ‘ভুল ভুলাইয়া’। পরে এই ছবি ক্লাসিক-এর তকমা পেয়েছে। এমনকী, জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছিল যে, পরবর্তী কালে এই ছবির দু’টি সিক্যুয়েলও তৈরি হয়েছে। যদিও পরবর্তী দুই সিক্যুয়েলে দেখা যায়নি অক্ষয় কুমারকে। ফলে বেশ হতাশই হয়েছেন অভিনেতার ভক্তরা। সম্প্রতি অক্ষয় নিজেই এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেওয়ার কারণ স্পষ্ট করে দিয়েছেন।
advertisement
advertisement
‘ভুল ভুলাইয়া’ নিয়ে আলাপ-আলোচনা করার সময় বহু প্রতীক্ষিত ছবি ‘হেরা ফেরি ৩’-র বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভাগ করে নিয়েছেন অক্ষয় কুমার। তিনি বলেন যে, “এমনকী আমিও ‘হেরা ফেরি ৩’ শুরু করার জন্য অপেক্ষা করছি। আমি জানি না। কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে চলতি বছরেই ওই ছবির কাজ শুরু হবে।” এরপর ‘হেরা ফেরি’ ছবির স্মৃতিচারণ করে অভিনেতা বলেন যে, “যখন আমরা ‘হেরা ফেরি’ শুরু করেছিলাম, তখন আমরা জানতাম না যে, এটা আরও এগিয়ে এহেন কালজয়ী ছবিতে পরিণত হবে। এমনকী যখন আমি এই ছবিটি দেখি, আমি বুঝতে পারি না। হ্যাঁ, সেটা মজাদার ছিল। কিন্তু আমাদের কেউই আশা করিনি যে, বাবু ভাইয়া, রাজু এবং শ্যামের চরিত্রগুলি কালজয়ী হয়ে উঠবে!”
advertisement
এখানেই শেষ নয়, নিজের সহ-অভিনেতা পরেশ রাওয়ালের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অক্ষয় কুমার। বাস্তব জীবনে যে তিনি আসলেই একজন মজাদার ব্যক্তিত্ব, সেটাও জানালেন অভিনেতা। অক্ষয় কুমারের কথায়, “জয়পুরে আমরা ‘ভূত বাংলা’ ছবির শ্যুটিং করছিলাম। ওঁর সঙ্গে আমি খুবই মজা করেছি। ‘হেরা ফেরি’ ছবির সময়েও ব্যাপক মজা করেছি আমরা। কিন্তু এমন কিছু বিষয় ছিল, যা আমি ক্যামেরার সামনে বলতে পারব না।”