Actress Sad Married Life: পর্দায় সকলের মন ভোলানো নায়িকারা মন রাখতে পারেন না স্বামীদের, পতিদেবদের বিবাহ বির্হিভূত সম্পর্কে চোখে জল বলি অভিনেত্রীদের

Last Updated:
Actresses Deal With Husband Extra Marital Affair: বলিউড এবং টিভি অভিনেত্রীদের মধ্যে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের স্বামীর অন্য সম্পর্কের ফলে তাদের অনেক চোখের জল পড়েছে।
1/9
Actresses Deal With Husband Extra Marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার ফলে বিয়ে ভাঙার ভুড়ি ভুড়ি উদাহারণ রয়েছে৷ সাধারণ মানুষ তো বটে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এর প্রবণতা খুব বেশি৷ যে কোনও বিবাহকে নষ্ট করার জন্য যথেষ্ট এক্সট্রা ম্যারিট্যাল অফেয়ার। বলিউড এবং টিভি অভিনেত্রীদের মধ্যে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের স্বামীর অন্য সম্পর্কের ফলে তাদের অনেক চোখের জল পড়েছে। অনেকের আবার বিয়েও ভেঙেছে৷ এই তালিকায় ঐশ্বর্য রাই থেকে টুইঙ্কেল খান্না, সবাই রয়েছেন। সম্প্রতি ঐশ্বর্য রাই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন৷
Actresses Deal With Husband Extra Marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার ফলে বিয়ে ভাঙার ভুড়ি ভুড়ি উদাহারণ রয়েছে৷ সাধারণ মানুষ তো বটে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এর প্রবণতা খুব বেশি৷ যে কোনও বিবাহকে নষ্ট করার জন্য যথেষ্ট এক্সট্রা ম্যারিট্যাল অফেয়ার। বলিউড এবং টিভি অভিনেত্রীদের মধ্যে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের স্বামীর অন্য সম্পর্কের ফলে তাদের অনেক চোখের জল পড়েছে। অনেকের আবার বিয়েও ভেঙেছে৷ এই তালিকায় ঐশ্বর্য রাই থেকে টুইঙ্কেল খান্না, সবাই রয়েছেন। সম্প্রতি ঐশ্বর্য রাই এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন৷
advertisement
2/9
বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমের গল্প নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু মিডিয়া রিপোর্টের যদি বিশ্বাস করা হয়, হেমার সঙ্গে বিয়ের পরও ধর্মেন্দ্রের নাম জড়িয়েছিল অনিতা রাজের সঙ্গে।
বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমের গল্প নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু মিডিয়া রিপোর্টের যদি বিশ্বাস করা হয়, হেমার সঙ্গে বিয়ের পরও ধর্মেন্দ্রের নাম জড়িয়েছিল অনিতা রাজের সঙ্গে।
advertisement
3/9
বলিউড অভিনেত্রী কাজল৷ তিনি যেমন জনপ্রিয়, তেমনই সুপরিচিত তাঁর স্বামী অজয় দেবগণ৷ তবে শোনা গিয়েছিল অজয়ের বিয়ের বাইরে সম্পর্ক তৈরি হয়েছিল৷ শোনা যায় 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই'-এর সময় কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অজয় ​​দেবগনের নাম জড়িয়েছিল। তবে সেই গুঞ্জন আর নেই, আপাতত কাজল ও অজয় একসঙ্গে সংসার করছেন৷
বলিউড অভিনেত্রী কাজল৷ তিনি যেমন জনপ্রিয়, তেমনই সুপরিচিত তাঁর স্বামী অজয় দেবগণ৷ তবে শোনা গিয়েছিল অজয়ের বিয়ের বাইরে সম্পর্ক তৈরি হয়েছিল৷ শোনা যায় 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই'-এর সময় কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অজয় ​​দেবগনের নাম জড়িয়েছিল। তবে সেই গুঞ্জন আর নেই, আপাতত কাজল ও অজয় একসঙ্গে সংসার করছেন৷
advertisement
4/9
একসময় অভিনয় করলেও, এখন তিনি ফিল্মের থেকে দূরে৷ তিনি এখন পুরদস্তুর লেখিকা৷ সেই অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও তাঁর স্বামী অক্ষয় কুমারের অতিরিক্ত বৈবাহিক সম্পর্কের মুখোমুখি হয়েছেন। ক্যাটরিনা কাইফের সঙ্গেও বহু বছর কাজ করেননি অক্ষয়। প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অক্ষয় কুমারের নাম জড়িয়েছিল।
একসময় অভিনয় করলেও, এখন তিনি ফিল্মের থেকে দূরে৷ তিনি এখন পুরদস্তুর লেখিকা৷ সেই অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও তাঁর স্বামী অক্ষয় কুমারের অতিরিক্ত বৈবাহিক সম্পর্কের মুখোমুখি হয়েছেন। ক্যাটরিনা কাইফের সঙ্গেও বহু বছর কাজ করেননি অক্ষয়। প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অক্ষয় কুমারের নাম জড়িয়েছিল।
advertisement
5/9
বলিউডের বাদশাহ অর্থাৎ শাহরুখ খানের নাম জড়ায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। আজও তাঁদের নিয়ে অনেক গল্প শোনা যায়। কিন্তু পরিবারের স্বার্থে গৌরীকে খুব শক্ত থাকতে হয়েছিল৷ এবং শাহরুখও কখনও তাঁর পরিবার ছেড়ে যাননি৷ ফলে গল্প, গল্পই থেকে গিয়েছে৷
বলিউডের বাদশাহ অর্থাৎ শাহরুখ খানের নাম জড়ায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। আজও তাঁদের নিয়ে অনেক গল্প শোনা যায়। কিন্তু পরিবারের স্বার্থে গৌরীকে খুব শক্ত থাকতে হয়েছিল৷ এবং শাহরুখও কখনও তাঁর পরিবার ছেড়ে যাননি৷ ফলে গল্প, গল্পই থেকে গিয়েছে৷
advertisement
6/9
জেনিফার উইঙ্গেটও তাঁর বিয়েতে স্বামীর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে গেছেন। আসলে, বিপাশা বসুর দোহাই দিয়ে জেনিফার উইঙ্গেটকে প্রতারণা করেছিলেন করণ সিং গ্রোভার। এতে পুরোপুরি ভেঙে পড়েন এই অভিনেত্রী। তাঁদের বিয়েও ভাঙে এবং এখন বিপাশাকে বিয়ে করে সংসার করছেন করণ৷
জেনিফার উইঙ্গেটও তাঁর বিয়েতে স্বামীর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে গেছেন। আসলে, বিপাশা বসুর দোহাই দিয়ে জেনিফার উইঙ্গেটকে প্রতারণা করেছিলেন করণ সিং গ্রোভার। এতে পুরোপুরি ভেঙে পড়েন এই অভিনেত্রী। তাঁদের বিয়েও ভাঙে এবং এখন বিপাশাকে বিয়ে করে সংসার করছেন করণ৷
advertisement
7/9
স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত জড়িয়ে পড়েছিলেন অন্য অভিনেত্রীর সঙ্গে প্রেমে৷ ফলে সেই নিয়ে শুরু হয় দাম্পত্য অশান্তি৷ কষ্ট পান বরখা বিষ্ট৷ যদিও এখন বরখা ও ইন্দ্রনীলের ডিভোর্স হয়ে গিয়েছে৷
স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত জড়িয়ে পড়েছিলেন অন্য অভিনেত্রীর সঙ্গে প্রেমে৷ ফলে সেই নিয়ে শুরু হয় দাম্পত্য অশান্তি৷ কষ্ট পান বরখা বিষ্ট৷ যদিও এখন বরখা ও ইন্দ্রনীলের ডিভোর্স হয়ে গিয়েছে৷
advertisement
8/9
রাজেশ খান্নাকে চোখের সামনে অন্য অভিনেত্রীর সঙ্গে দেখেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। এ নিয়ে তাঁকে না জানিয়ে মরিশাস থেকে ফিরেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। এরপর থেকেই তাদের সম্পর্ক তিক্ত হতে থাকে।
রাজেশ খান্নাকে চোখের সামনে অন্য অভিনেত্রীর সঙ্গে দেখেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। এ নিয়ে তাঁকে না জানিয়ে মরিশাস থেকে ফিরেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। এরপর থেকেই তাদের সম্পর্ক তিক্ত হতে থাকে।
advertisement
9/9
ইদানিং নিমৃত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের নাম জড়াচ্ছে। বলা হচ্ছে, অভিষেক বচ্চন নিমৃত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন৷ মনে করা হচ্ছে যে ঐশ্বর্য-অভিষেকের যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে তা নিমৃতের সঙ্গে অভিষেকের সম্পর্ককে কেন্দ্র করে৷ যদিও এ বিষয়ে ঐশ্বরিয়া রাই এখনও কিছু বলেননি।
ইদানিং নিমৃত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের নাম জড়াচ্ছে। বলা হচ্ছে, অভিষেক বচ্চন নিমৃত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন৷ মনে করা হচ্ছে যে ঐশ্বর্য-অভিষেকের যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে তা নিমৃতের সঙ্গে অভিষেকের সম্পর্ককে কেন্দ্র করে৷ যদিও এ বিষয়ে ঐশ্বরিয়া রাই এখনও কিছু বলেননি।
advertisement
advertisement
advertisement