Aishwarya Rai and Shweta Bachchan: শ্বেতার জন্মদিনের পার্টি এড়াতেই ছুটিতে? ননদিনীর সঙ্গে কেমন সম্পর্ক ঐশ্বর্যার?

Last Updated:
Aishwarya Rai and Shweta Bachchan:সকলেরই কৌতূহল ছিল বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যার পোশাক নিয়ে। সকলে ভেবেছিলেন সাদা পোশাকে তাঁকে কেমন দেখতে লাগবে।
1/9
বলিউডে বচ্চন পরিবারকে নিয়ে জল্পনা কল্পনার সীমা নেই। বহু বার অনেক ধরনের রটনা শোনা গিয়েছে এই পরিবার ঘিরে। কিন্তু প্রতি বারই শেষ অবধি তা ধোপে টেকেনি।
বলিউডে বচ্চন পরিবারকে নিয়ে জল্পনা কল্পনার সীমা নেই। বহু বার অনেক ধরনের রটনা শোনা গিয়েছে এই পরিবার ঘিরে। কিন্তু প্রতি বারই শেষ অবধি তা ধোপে টেকেনি।
advertisement
2/9
অমিতাভকন্যা শ্বেতা (Shweta Bachchan Nanda) এখন মুম্বইয়েই থাকেন। বচ্চন পরিবারের পারিবারিক সব অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে বহু গুজব শোনা গিয়েছে এর আগে। কিন্তু প্রতি বারই গুঞ্জনের শেষ হয়েছে তাঁদের হাস্যমুখ ছবিতে।
অমিতাভকন্যা শ্বেতা (Shweta Bachchan Nanda) এখন মুম্বইয়েই থাকেন। বচ্চন পরিবারের পারিবারিক সব অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে বহু গুজব শোনা গিয়েছে এর আগে। কিন্তু প্রতি বারই গুঞ্জনের শেষ হয়েছে তাঁদের হাস্যমুখ ছবিতে।
advertisement
3/9
কিছু দিন আগেই ছিল শ্বেতার জন্মদিনের পার্টি। সেখানে থিম ছিল সাদা পোশাক। করণ জোহর, মনীশ মালহোত্রা, অনন্যা পাণ্ডে, আরিয়ান খান-সহ অনেক নামী তারকাই হাজির ছিলেন সেই পার্টিতে।
কিছু দিন আগেই ছিল শ্বেতার জন্মদিনের পার্টি। সেখানে থিম ছিল সাদা পোশাক। করণ জোহর, মনীশ মালহোত্রা, অনন্যা পাণ্ডে, আরিয়ান খান-সহ অনেক নামী তারকাই হাজির ছিলেন সেই পার্টিতে।
advertisement
4/9
জয়া বচ্চনকেও সেই পার্টিতে দেখা গিয়েছিল সাদা পোশাকে। সকলেরই কৌতূহল ছিল বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যার পোশাক নিয়ে। সকলে ভেবেছিলেন সাদা পোশাকে তাঁকে কেমন দেখতে লাগবে।
জয়া বচ্চনকেও সেই পার্টিতে দেখা গিয়েছিল সাদা পোশাকে। সকলেরই কৌতূহল ছিল বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যার পোশাক নিয়ে। সকলে ভেবেছিলেন সাদা পোশাকে তাঁকে কেমন দেখতে লাগবে।
advertisement
5/9
সামাজিক মাধ্যমে অ্যাশের ছবি অবশ্য এল। কিন্তু তিনি শ্বেতার জন্মদিনের পার্টিতে যাননি। বরং স্বামী অভিষেক ও কন্যা আরাধ্যাকে নিয়ে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।
সামাজিক মাধ্যমে অ্যাশের ছবি অবশ্য এল। কিন্তু তিনি শ্বেতার জন্মদিনের পার্টিতে যাননি। বরং স্বামী অভিষেক ও কন্যা আরাধ্যাকে নিয়ে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।
advertisement
6/9
ননদ শ্বেতার জন্মদিনের পার্টি এড়িয়ে তাঁরা তিন জন পাড়ি দিয়েছিলেন ছুটি কাটানোর গন্তব্যে। এখানেই ননদ-ভাই বউয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে আসে। (Relationship between Aishwarya and Shweta)
ননদ শ্বেতার জন্মদিনের পার্টি এড়িয়ে তাঁরা তিন জন পাড়ি দিয়েছিলেন ছুটি কাটানোর গন্তব্যে। এখানেই ননদ-ভাই বউয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠে আসে। (Relationship between Aishwarya and Shweta)
advertisement
7/9
শ্বেতা-ঐশ্বর্যর তিক্ত সম্পর্ক নিয়ে এর আগে একাধিক বার গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ, শ্বেতার জন্যই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিলেন ঐশ্বর্যা। স্বামী ও কন্যার সঙ্গে নিয়ে তিনি ছিলেন ওরলির এক ফ্ল্যাটে।
শ্বেতা-ঐশ্বর্যর তিক্ত সম্পর্ক নিয়ে এর আগে একাধিক বার গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ, শ্বেতার জন্যই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিলেন ঐশ্বর্যা। স্বামী ও কন্যার সঙ্গে নিয়ে তিনি ছিলেন ওরলির এক ফ্ল্যাটে।
advertisement
8/9
অবশ্য এই পৃথকবাসের অভিযোগও পরে মিলিয়ে গিয়েছে। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। বুদ্বুদে মতো ভেসে উঠে আবার হারিয়ে গিয়েছে গুঞ্জনও।
অবশ্য এই পৃথকবাসের অভিযোগও পরে মিলিয়ে গিয়েছে। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। বুদ্বুদে মতো ভেসে উঠে আবার হারিয়ে গিয়েছে গুঞ্জনও।
advertisement
9/9
তবে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ইচ্ছে করেই ননদের জন্মদিনের পার্টি এড়িয়ে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন অ্যাশ।
তবে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে ইচ্ছে করেই ননদের জন্মদিনের পার্টি এড়িয়ে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন অ্যাশ।
advertisement
advertisement
advertisement