Aishwarya-Abhishek daughter Aaradhya: অভিনয়, নাচ ছেড়ে শেষে এ কী শিখছে আরাধ‍্যা! তবে কি মায়ের দেখানো পথেই হাঁটছে অভিষেক-ঐশ্বর্য কন্যা?

Last Updated:
Aishwarya-Abhishek daughter Aaradhya: একদিকে যেখানে বিবাহ বিচ্ছেদের খবরে দুজনেই শিরোনামে রয়েছেন, অন্যদিকে ঐশ্বর্য রাই(Aishwarya rai Bachchan) প্যারিস ফ্যাশন উইকের(Paris Fashion Week) অংশ হয়েছিলেন, যা সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
1/6
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন বলিউডের চর্চিত জুটির মধ‍্যে অন‍্যতম। গত কয়েকমাস ধরেই এই দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনও নীরবতা ভাঙেননি দু'জনের কেউই।
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন বলিউডের চর্চিত জুটির মধ‍্যে অন‍্যতম। গত কয়েকমাস ধরেই এই দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনও নীরবতা ভাঙেননি দু'জনের কেউই।
advertisement
2/6
একদিকে যেখানে বিবাহ বিচ্ছেদের খবরে দুজনেই শিরোনামে রয়েছেন, অন্যদিকে ঐশ্বর্য রাই প্যারিস ফ্যাশন উইকের অংশ হয়েছিলেন, যা সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
একদিকে যেখানে বিবাহ বিচ্ছেদের খবরে দুজনেই শিরোনামে রয়েছেন, অন্যদিকে ঐশ্বর্য রাই প্যারিস ফ্যাশন উইকের অংশ হয়েছিলেন, যা সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
advertisement
3/6
সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। এখন মেয়ে আরাধ্যকে নিয়ে মুম্বই ফিরেছেন তিনি। এদিকে লক্ষণীয় বিষয় হল আরাধ্যাকে তাঁর মাকে অনুশরণ করতে দেখা যায়।
সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। এখন মেয়ে আরাধ্যকে নিয়ে মুম্বই ফিরেছেন তিনি। এদিকে লক্ষণীয় বিষয় হল আরাধ্যাকে তাঁর মাকে অনুশরণ করতে দেখা যায়।
advertisement
4/6
আসলে ঐশ্বর্য রাই এবং তাঁর মেয়েকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ঐশ্বর্যকে সবসময় মেয়ের হাত ধরে থাকতে দেখা যায়। যেন তাঁরা বেস্ট ফ্রেন্ড। প্যারিস ফ্যাশন উইক থেকে ফেরার সময় আবারও দেখা যায় দুজনকে।
আসলে ঐশ্বর্য রাই এবং তাঁর মেয়েকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ঐশ্বর্যকে সবসময় মেয়ের হাত ধরে থাকতে দেখা যায়। যেন তাঁরা বেস্ট ফ্রেন্ড। প্যারিস ফ্যাশন উইক থেকে ফেরার সময় আবারও দেখা যায় দুজনকে।
advertisement
5/6
এয়ারপোর্ট লুকের জন্য ঐশ্বর্যকে প্রায়ই কালো পোশাকে দেখা যায়। এবার কন‍্যা আরাধ‍্যাও সেই পথের পথিক। মা ঐশ্বর্যের মতো কালো পোশাকে দেখা গেল আরাধ্যাকে।
এয়ারপোর্ট লুকের জন্য ঐশ্বর্যকে প্রায়ই কালো পোশাকে দেখা যায়। এবার কন‍্যা আরাধ‍্যাও সেই পথের পথিক। মা ঐশ্বর্যের মতো কালো পোশাকে দেখা গেল আরাধ্যাকে।
advertisement
6/6
তাঁকে দেখে অনুমান করাই যাচ্ছে যে আরাধ্যা তাঁর মায়ের ফ্যাশনকে মাথায় রেখে পোশাক পড়েছেন। এরপর দেখার মায়ের কাছ থেকে অনুপ্রণিত হয়ে অভিনয়ে পা দেয় কিনা অভিষেক-ঐশ্বর্য কন‍্যা।
তাঁকে দেখে অনুমান করাই যাচ্ছে যে আরাধ্যা তাঁর মায়ের ফ্যাশনকে মাথায় রেখে পোশাক পড়েছেন। এরপর দেখার মায়ের কাছ থেকে অনুপ্রণিত হয়ে অভিনয়ে পা দেয় কিনা অভিষেক-ঐশ্বর্য কন‍্যা।
advertisement
advertisement
advertisement