Aishwarya Rai Abhishek Bachchan: 'আমার ছেলে গাছ নয়', ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পর অমিতাভকে কেন বলতে হয়েছিল এমন? জানলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aishwarya Rai Abhishek Bachchan: এই মুহূর্তে বলিউডে জোরালো গুঞ্জন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিয়ে ভাঙার।
advertisement
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ঐশ্বর্য। সেই হাইপ্রোফাইল বিয়েতে সংবাদমাধ্যম উঁকি পর্যন্ত দিতে পারেনি। তাই আগ্রহ ছিল তুঙ্গে। বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস। বিয়ে ঘিরে জল্পনাও ছিল অনেক বেশি। রটনাও। শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্যর। সত্যি কি তাই হয়েছিল? বিয়ের এক বছরের মাথায় নিজেই জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
এর পরেই গাছের সঙ্গে বিয়ের প্রসঙ্গে ঐশ্বর্য বলেছিলেন, 'ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। আমার মনে হয়, এতটা করার কোনও প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজের কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনও প্রয়োজন ছিল না। পরিবার হিসাবে আমরা খুব নিবিড়। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন রাত লোকসমক্ষে থাকি। তার পরেও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগত ভাবে মুখ খুলিনি। বরং সেই দায়িত্ব দিয়েছিলাম পরিবারের প্রধান, বাবাকে (পড়ুন অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।'
advertisement
advertisement
advertisement