Sudipa Chatterjee|| অগ্নিদেব-সুদীপার বাড়ির দুর্গাপুজো, সপ্তমীতে কেমন সাজলেন জুটিতে! দেখুন ছবিতে

Last Updated:
Agnidev Chatterjee Sudipa Chatterjee Ballygunj house Durga Puja: ৷ প্রতিবারের মতোই এবারও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হচ্ছে সুদীপার বাড়িতে ৷ প্রতিমা থেকে শুরু পুজোর সাজগোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়।
1/7
*সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয় ৷ এই বাড়ির পুজোতে প্রতি বছর হাজির থাকেন প্রচুর তারকা ৷ প্রতিবারের মতোই এবারও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হচ্ছে সুদীপার বাড়িতে ৷ প্রতিমা থেকে শুরু পুজোর সাজগোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।  
*সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয় ৷ এই বাড়ির পুজোতে প্রতি বছর হাজির থাকেন প্রচুর তারকা ৷ প্রতিবারের মতোই এবারও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হচ্ছে সুদীপার বাড়িতে ৷ প্রতিমা থেকে শুরু পুজোর সাজগোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।  
advertisement
2/7
*সেজে উঠেছে চট্টোপাধ্যায় বাড়ি। সুদীপা চট্টোপাধ্যায়ের চোখে ঘুম নেই। সারা রাত ধরে চলছে পুজোর আয়োজন। আর তা প্রায় একা হাতে সামলাতে হচ্ছে তাঁকে। ছবিঃ ফেসবুক।
*সেজে উঠেছে চট্টোপাধ্যায় বাড়ি। সুদীপা চট্টোপাধ্যায়ের চোখে ঘুম নেই। সারা রাত ধরে চলছে পুজোর আয়োজন। আর তা প্রায় একা হাতে সামলাতে হচ্ছে তাঁকে। ছবিঃ ফেসবুক।
advertisement
3/7
*পুজোর আয়োজনে মেতে উঠেছেন সুদীপার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেব। আদিদেবের ঘন্টা বাজানোর ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ফেসবুক।
*পুজোর আয়োজনে মেতে উঠেছেন সুদীপার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেব। আদিদেবের ঘন্টা বাজানোর ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ ফেসবুক।
advertisement
4/7
*সুদীপার বাড়ির মাতৃ প্রতিমা ৷ ছবিঃ ফেসবুক।
*সুদীপার বাড়ির মাতৃ প্রতিমা ৷ ছবিঃ ফেসবুক।
advertisement
5/7
*প্রতি বছরই বালিগঞ্জের অভিজাত অঞ্চলে পুজো হয়। সুদীপাও এই ক'দিন কোনও কাজ রাখেন না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আত্মীয় পরিজনেরাও হাজির হন। ছবিঃ ফেসবুক।
*প্রতি বছরই বালিগঞ্জের অভিজাত অঞ্চলে পুজো হয়। সুদীপাও এই ক'দিন কোনও কাজ রাখেন না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আত্মীয় পরিজনেরাও হাজির হন। ছবিঃ ফেসবুক।
advertisement
6/7
*এই ক'টা দিন সুদীপা সাজেন সাবেকি সাজে। বছরের অন্য সময় সব ধরনের শাড়ি পরলেও এই সময়টা সাবেকি শাড়িতে, আর নানা গয়নার সম্ভারে সেজে ওঠেন। তাঁর হাতে ওঠে শাঁখা-পলায়, কপালে ওঠে চওড়া সিঁদুর। ছবিঃ ফেসবুক।
*এই ক'টা দিন সুদীপা সাজেন সাবেকি সাজে। বছরের অন্য সময় সব ধরনের শাড়ি পরলেও এই সময়টা সাবেকি শাড়িতে, আর নানা গয়নার সম্ভারে সেজে ওঠেন। তাঁর হাতে ওঠে শাঁখা-পলায়, কপালে ওঠে চওড়া সিঁদুর। ছবিঃ ফেসবুক।
advertisement
7/7
*নবমীতে আয়োজিত হয় মহাভোগের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়-- হাজির থাকেন সেখানে। এবারেও রয়েছে সেই মহাভোগের ব্যবস্থা। ছবিঃ ফেসবুক।
*নবমীতে আয়োজিত হয় মহাভোগের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়-- হাজির থাকেন সেখানে। এবারেও রয়েছে সেই মহাভোগের ব্যবস্থা। ছবিঃ ফেসবুক।
advertisement
advertisement
advertisement