Bollywood Gossip: এ কেমন প্রেম? ভাঙতেই আর একজন 'লাইনে রেডি'! তামান্নাহের সঙ্গে প্রেম ভাঙতেই অন্য নায়িকাকে খুঁজে নিলেন বিজয় ভর্মা, খুবই পরিচিত তিনি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে যেটা অবাক করা ঘটনা তা হল বিচ্ছেদের কয়েক মাস পর, বিজয়ের জীবনে আবার প্রেম। গুজব যে বিজয় এখন প্রেম করছেন এমন একজন নায়িকার সঙ্গে যিনি খুব পরিচিত এবং এক সময় তিনি আমির খানের সঙ্গে প্রেম করেছেন বলে গুজব ছিল৷
বলিউড অভিনেতা বিজয় ভর্মার লাভ লাইফ আবারও চর্চায়। এই বছরের মার্চ মাসে, তামান্নাহ ভাটিয়ার সঙ্গে তাঁর ব্রেকআপের খবর নিয়ে শুরু হয় জল্পনা৷ এবং পরে দু’তরফ থেকে মোটের উপর আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয় যে তাঁরা আর একসঙ্গে নেই৷ খুব কম সময়ের জন্য ছিল তামান্নাহ-বিজয়ের প্রেম৷ কিন্তু সেই প্রেম ভাঙতেই আবার জুটে গেল নতুন প্রেম!
advertisement
advertisement
advertisement
advertisement
তবে যেটা অবাক করা ঘটনা তা হল বিচ্ছেদের কয়েক মাস পর, বিজয়ের জীবনে আবার প্রেম। গুজব যে বিজয় এখন আমির খানের দঙ্গলের অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে ডেটিং করছেন। সম্প্রতি, তাঁদের দু’জনকে মুম্বইয়ের একটি ক্যাফের বাইরে একসঙ্গে দেখা গেছে, যেখানে দু’জনকেই হাসতে হাসতে এবং একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গেছে।
advertisement
সম্প্রতি বিজয় ভার্মা এবং ফাতিমা সানা শেখকে একটি ক্যাফের বাইরে দেখা গেছে। দু’জনের এই ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। তারপর থেকে ভক্তরা অনুমান করছেন যে দু’জনের মধ্যে কিছু চলছে কিনা। তবে এখনও পর্যন্ত বিজয় বা ফাতিমা কেউই এই গুজবের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।তাঁরা একসঙ্গে 'গুস্তাখ ইশক' ছবিটি করছেন।
advertisement
উল্লেখ্য, বিজয় ভার্মা এবং ফাতিমা সানা শেখকে শীঘ্রই 'গুস্তাখ ইশক' ছবিতে একসঙ্গে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করছেন বিভু পুরী এবং নাসিরুদ্দিন শাহ এবং শারিব হাশমিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 'গুস্তাখ ইশক' হল বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার স্টেজ ৫ প্রোডাকশনের অধীনে নির্মিত তৃতীয় ছবি, যা তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু করেছিলেন।