DDLJ | Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Unkonwn Facts of All Time Blockbuster Film 'DDLJ': অলটাইম ব্লকবাস্টার ফিল্ম ' DDLJ'৷ কম করে কয়েশো বার আমরা এি সিনেমা দেখেছি৷ তা-ও এখনও যদি কোনও টিভি চ্যানেলে দেখি DDLJ দেখানো হচ্ছে, সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়ি আমরা৷ কিন্তু, জানেন কি, এই সিনেমা ঘিরে জড়িয়ে রয়েছে বহু অজানা তথ্য৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে, DDLJ-র নায়কের ভূমিকায় প্রথমে ভাবাই হয়নি শাহরুখ খানকে৷ তিনি পরিচালক আদিত্য চোপড়ার প্রথম পছন্দই ছিলেন না৷
নয়াদিল্লি: অলটাইম ব্লকবাস্টার ফিল্ম ' DDLJ'৷ কম করে কয়েশো বার আমরা এি সিনেমা দেখেছি৷ তা-ও এখনও যদি কোনও টিভি চ্যানেলে দেখি DDLJ দেখানো হচ্ছে, সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়ি আমরা৷ কিন্তু, জানেন কি, এই সিনেমা ঘিরে জড়িয়ে রয়েছে বহু অজানা তথ্য৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে, DDLJ-র নায়কের ভূমিকায় প্রথমে ভাবাই হয়নি শাহরুখ খানকে৷ তিনি পরিচালক আদিত্য চোপড়ার প্রথম পছন্দই ছিলেন না৷
advertisement
বলিউড সুপারস্টার শাহরুখ খান গত প্রায় ৩ দশক ধরে বলিউডে একের পর এক সিনেমা করে চলেছেন৷ তাঁর কেরিয়ারের প্রথম দিকে যে সমস্ত আইকনিক সিনেমা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’৷ কিন্তু, এই সিনেমার জনপ্রিয় রাজ চরিত্রটি শাহরুখের ঝুলিতে আসার কথাই ছিল না৷
advertisement
২৮ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। ১৯৯৫ সালে ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় DDLJ৷ মুক্তির পর থেকেই বক্স অফিসে চূড়ান্ত হিট৷ এখন সর্বকালের ব্লকবাস্টার হিসাবে বিবেচিত হয় এই সিনেমা। এই ছবিটিই শাহরুখ খানের ফিল্ম কেরিয়ারকে এক নবতম উচ্চতায় নিয়ে গিয়েছিল। একইসঙ্গে এই ছবির প্রধান অভিনেত্রী কাজলও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। এখন এই ছবি সম্পর্কিত একটা মজার কথা বলি।
advertisement
এনডিটিভিতে প্রকাশিত একটি খবর অনুযায়ী, আসলে শাহরুখ এই ছবির জন্য আদিত্যর প্রথম পছন্দ ছিলেন না৷ বরং তিনি এই ছবিতে হলিউড সুপারস্টার টম ক্রুজকে কাস্ট করতে চেয়েছিলেন। এমনটা হলে কী হত এখন যেন ভাবতেই অবাক লাগে৷ রাজ হিসাবে টম ক্রুজকে হয়ত দারুণ মানাতো, কিন্তু, সেই সিনেমা ভারতীয় জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হত, তা নিয়ে সন্দেহ থেকেই যায়৷
advertisement
advertisement