হোম » ছবি » বিনোদন » শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, জানেন সে কথা?

DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

  • 16

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    নয়াদিল্লি: অলটাইম ব্লকবাস্টার ফিল্ম ' DDLJ'৷ কম করে কয়েশো বার আমরা এি সিনেমা দেখেছি৷ তা-ও এখনও যদি কোনও টিভি চ্যানেলে দেখি DDLJ দেখানো হচ্ছে, সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়ি আমরা৷ কিন্তু, জানেন কি, এই সিনেমা ঘিরে জড়িয়ে রয়েছে বহু অজানা তথ্য৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে, DDLJ-র নায়কের ভূমিকায় প্রথমে ভাবাই হয়নি শাহরুখ খানকে৷ তিনি পরিচালক আদিত্য চোপড়ার প্রথম পছন্দই ছিলেন না৷

    MORE
    GALLERIES

  • 26

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    বলিউড সুপারস্টার শাহরুখ খান গত প্রায় ৩ দশক ধরে বলিউডে একের পর এক সিনেমা করে চলেছেন৷ তাঁর কেরিয়ারের প্রথম দিকে যে সমস্ত আইকনিক সিনেমা তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’৷ কিন্তু, এই সিনেমার জনপ্রিয় রাজ চরিত্রটি শাহরুখের ঝুলিতে আসার কথাই ছিল না৷

    MORE
    GALLERIES

  • 36

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    ২৮ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। ১৯৯৫ সালে ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় DDLJ৷ মুক্তির পর থেকেই বক্স অফিসে চূড়ান্ত হিট৷ এখন সর্বকালের ব্লকবাস্টার হিসাবে বিবেচিত হয় এই সিনেমা। এই ছবিটিই শাহরুখ খানের ফিল্ম কেরিয়ারকে এক নবতম উচ্চতায় নিয়ে গিয়েছিল। একইসঙ্গে এই ছবির প্রধান অভিনেত্রী কাজলও রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। এখন এই ছবি সম্পর্কিত একটা মজার কথা বলি।

    MORE
    GALLERIES

  • 46

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    এনডিটিভিতে প্রকাশিত একটি খবর অনুযায়ী, আসলে শাহরুখ এই ছবির জন্য আদিত্যর প্রথম পছন্দ ছিলেন না৷ বরং তিনি এই ছবিতে হলিউড সুপারস্টার টম ক্রুজকে কাস্ট করতে চেয়েছিলেন। এমনটা হলে কী হত এখন যেন ভাবতেই অবাক লাগে৷ রাজ হিসাবে টম ক্রুজকে হয়ত দারুণ মানাতো, কিন্তু, সেই সিনেমা ভারতীয় জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য হত, তা নিয়ে সন্দেহ থেকেই যায়৷

    MORE
    GALLERIES

  • 56

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    আদিত্য যখন যশ চোপড়াকে এই কথা বলেন, তিনি স্পষ্টতই আদিত্যর এই সিদ্ধান্ত বাতিল করে দেন। আদিত্যর এই ভাবনা যশ চোপড়ার মোটেও ভাল লাগেনি। প্রকৃতপক্ষে, আদিত্য চোপড়ার কাছে রোমান্টিক ছবি তৈরির কোনও অভিজ্ঞতা ছিল না এবং তিনি ভারতীয় দর্শকদের ভাললাগা মন্দলাগা তখনও খুব ভালভাবে জানতেন না।

    MORE
    GALLERIES

  • 66

    DDLJ ‍| Shah rukh Khan: শাহরুখ নয়! DDLJ-তে আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিল এই সুপারস্টার, অনেকেই জানেন না সেই কথা

    অবশেষে, বাবা যশ চোপড়়াই করেন আদিত্যর মুশকিল আসান৷ রাজ-এর চরিত্রে প্রস্তাব করেন শাহরুখ খানের নাম৷ ব্যস! আর কী, যশ চোপড়ার ওই এক সিদ্ধান্তেই বদলে যায় শাহরুখের ভাগ্য। DDLJ হিট করার পরে হুহু করে তাঁর কাছে সিনেমার অফার আসতে থাকে৷ খুব শীঘ্রই তিনি বলিউডের রোমান্স কিং হিসাবে পরিচিত হয়ে যান।

    MORE
    GALLERIES