Identify This Heroine: হিরোইন মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেন বাবা-মা, হিট ছবির নায়িকা, ১৭০কোটি সম্পত্তি, কোথায় গেলেন?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বলিউডে পা রাখবেন বাড়ির মেয়ে, একদম পছন্দ ছিল না বাবা-মায়ের৷ নায়িকা হতেই খ্যাতির চূড়ায় পৌঁছন তিনি৷ তখনও মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ করেন না তাঁরা৷ ত্যাজ্য করে দেন মেয়েকে৷
প্রতি বছর বহু ছেলেমেয়ে স্টার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই আসেন৷ যেই অভিনেত্রীর কথা বলছি, তিনিও তাঁর ভাগ্য পরীক্ষা করতে আসেন৷- আর প্রথমেই, তিনি সফল হন। শুরু থেকেই তিনি প্রচুর খ্যাতি ও জনপ্রিয়তা পান৷ তবে, একটি নির্দিষ্ট সময় পরে, তিনি ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। তিনি খুব সাহসী, অন্তত তাঁর সিনেমাগুলো তেমনই৷ এখন তিনি আমেরিকাতে শান্তিপূর্ণ জীবন যাপন করছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
শেরাওয়াত একটি খুব ধর্মীয় পরিবারের অন্তর্গত, এবং ফিল্মে আসার ব্যাপারে তাঁর বাবা-মা একেবারেই উৎসাহী ছিলেন না৷ তবে, তার স্বপ্ন পূরণের জন্য, মল্লিকা সবকিছু পিছনে ফেলে মুম্বই চলে আসেন। তিনি একটি ছোট ভূমিকা দিয়ে শুরু করেন এবং ধীরে ধীরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর পরিবার তাঁকে প্রত্যাখ্যান করেন৷ এখনও তাঁর সঙ্গে তাঁর পরিবারের কোনও যোগাযোগ নেই৷
advertisement
advertisement
advertisement
advertisement