Actress Gossip: বিয়ের আগে মেয়ের মা! ১১ বছরের বড় পরিচালককে বিয়ে, ৪ বছরেই বিচ্ছেদ, অতি জনপ্রিয় বলি অভিনেত্রীর অতীত জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
This actress who became mother before marriage: বলিউডে চুটিয়ে কাজ করেছেন ফরাসি এই অভিনেত্রী এবং লেখক। ভারতের পুদুচেরিতে জন্ম।
advertisement
advertisement
advertisement
*পুদুচেরিতে জন্ম নেওয়া কল্কি কোয়েচলিন ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে গোল্ডস্মিথস-এ নাটক নিয়ে পড়াশুনা করেন। একটি স্থানীয় থিয়েটার কোম্পানিতেও কাজ করেছেন। ভারতে ফিরে আসার পর ব্ল্যাক কমেডি-ড্রামা Dev.D (২০০৯)-তে চন্দা চরিত্রে অভিনয় করেন, সেটি থেকেই তাঁর হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। অভিনয়ের দক্ষতায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।
advertisement
*কল্কি কোয়েচলিনের অভিনয় জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১২)-তে মানুষের মন জয় করে নেয়। যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। কোয়েচলিন ক্রাইম থ্রিলার 'দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস (২০১১)-এর স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এই সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয়ও করেন।
advertisement
*কোয়েচলিন উচ্চ প্রশংসিত হন এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেন 'মার্গারিটা উইথ অ্যা স্ট্র (২০১৪) সালে সেরিব্রাল পলসিতে আক্রান্ত এক যুবতীর চরিত্রে অভিনয় করে। কোয়েচলিন বেশ কিছু সফল ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর রোমান্টিক ড্রামা 'মেড ইন হেভেন', নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার 'সেক্রেড গেমস' -এ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন।
advertisement
advertisement
advertisement