Actress Gossip: বিয়ের আগে মেয়ের মা! ১১ বছরের বড় পরিচালককে বিয়ে, ৪ বছরেই বিচ্ছেদ, অতি জনপ্রিয় বলি অভিনেত্রীর অতীত জানুন

Last Updated:
This actress who became mother before marriage: বলিউডে চুটিয়ে কাজ করেছেন ফরাসি এই অভিনেত্রী এবং লেখক। ভারতের পুদুচেরিতে জন্ম।
1/9
*বলিউডে চুটিয়ে কাজ করেছেন ফরাসি এই অভিনেত্রী এবং লেখক। ভারতের পুদুচেরিতে জন্ম। বলিউডের অভিনয়ের পাশাপাশি আধুনিক জীবনধারার লেখালেখির জন্য পরিচিত এই অভিনেত্রী।
*বলিউডে চুটিয়ে কাজ করেছেন ফরাসি এই অভিনেত্রী এবং লেখক। ভারতের পুদুচেরিতে জন্ম। বলিউডের অভিনয়ের পাশাপাশি আধুনিক জীবনধারার লেখালেখির জন্য পরিচিত এই অভিনেত্রী।
advertisement
2/9
*কল্কি কোয়েচলিন, যিনি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে কাজ করেছেন। আজ 10 জানুয়ারি তাঁর চল্লিশতম জন্মদিন। বেশিরভাগ ছবিতে, কল্কিকে সহায়ক ভূমিকায় দেখা যায়, তবে সিনেপ্রেমীরা তাঁর অভিনয় পছন্দ করেন।
*কল্কি কোয়েচলিন, যিনি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে কাজ করেছেন। আজ 10 জানুয়ারি তাঁর চল্লিশতম জন্মদিন। বেশিরভাগ ছবিতে, কল্কিকে সহায়ক ভূমিকায় দেখা যায়, তবে সিনেপ্রেমীরা তাঁর অভিনয় পছন্দ করেন।
advertisement
3/9
*অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কার-সহ বহু পুরস্কার তাঁর ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়।
*অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কার-সহ বহু পুরস্কার তাঁর ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়।
advertisement
4/9
*পুদুচেরিতে জন্ম নেওয়া কল্কি কোয়েচলিন ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে গোল্ডস্মিথস-এ নাটক নিয়ে পড়াশুনা করেন। একটি স্থানীয় থিয়েটার কোম্পানিতেও কাজ করেছেন। ভারতে ফিরে আসার পর ব্ল্যাক কমেডি-ড্রামা Dev.D (২০০৯)-তে চন্দা চরিত্রে অভিনয় করেন, সেটি থেকেই তাঁর হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। অভিনয়ের দক্ষতায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।
*পুদুচেরিতে জন্ম নেওয়া কল্কি কোয়েচলিন ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনে গোল্ডস্মিথস-এ নাটক নিয়ে পড়াশুনা করেন। একটি স্থানীয় থিয়েটার কোম্পানিতেও কাজ করেছেন। ভারতে ফিরে আসার পর ব্ল্যাক কমেডি-ড্রামা Dev.D (২০০৯)-তে চন্দা চরিত্রে অভিনয় করেন, সেটি থেকেই তাঁর হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। অভিনয়ের দক্ষতায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।
advertisement
5/9
*কল্কি কোয়েচলিনের অভিনয় জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১২)-তে মানুষের মন জয় করে নেয়। যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। কোয়েচলিন ক্রাইম থ্রিলার 'দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস (২০১১)-এর স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এই সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয়ও করেন।
*কল্কি কোয়েচলিনের অভিনয় জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১২)-তে মানুষের মন জয় করে নেয়। যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। কোয়েচলিন ক্রাইম থ্রিলার 'দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস (২০১১)-এর স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এই সিনেমায় তিনি প্রধান ভূমিকায় অভিনয়ও করেন।
advertisement
6/9
*কোয়েচলিন উচ্চ প্রশংসিত হন এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেন 'মার্গারিটা উইথ অ্যা স্ট্র (২০১৪) সালে সেরিব্রাল পলসিতে আক্রান্ত এক যুবতীর চরিত্রে অভিনয় করে। কোয়েচলিন বেশ কিছু সফল ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর রোমান্টিক ড্রামা 'মেড ইন হেভেন', নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার 'সেক্রেড গেমস' -এ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন।
*কোয়েচলিন উচ্চ প্রশংসিত হন এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেন 'মার্গারিটা উইথ অ্যা স্ট্র (২০১৪) সালে সেরিব্রাল পলসিতে আক্রান্ত এক যুবতীর চরিত্রে অভিনয় করে। কোয়েচলিন বেশ কিছু সফল ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর রোমান্টিক ড্রামা 'মেড ইন হেভেন', নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার 'সেক্রেড গেমস' -এ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন।
advertisement
7/9
*অভিনেত্রী ২০১১ সালে বিখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন। তবে সংসার টেকেনি। চার বছর পরে আলাদা হয়ে যান। দু'জনের মধ্যে বয়সের পার্থক্য ছিল ১১ বছর।
*অভিনেত্রী ২০১১ সালে বিখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন। তবে সংসার টেকেনি। চার বছর পরে আলাদা হয়ে যান। দু'জনের মধ্যে বয়সের পার্থক্য ছিল ১১ বছর।
advertisement
8/9
*অনুরাগ কাশ্যপ এবং কল্কির বিবাহবিচ্ছেদের আসল কারণ সম্পর্কে খুব বেশি জানা যায় না। তবে শোনা যায় সম্পর্কের টানাপোড়েনের জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
*অনুরাগ কাশ্যপ এবং কল্কির বিবাহবিচ্ছেদের আসল কারণ সম্পর্কে খুব বেশি জানা যায় না। তবে শোনা যায় সম্পর্কের টানাপোড়েনের জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
9/9
*অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে, কল্কি তার বর্তমান প্রেমিক হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। হার্শবার্গের সঙ্গে কল্কির একটি কন্যা সন্তান রয়েছে, ২০২০ সালে ভূমিষ্ট হয় সন্তান। বর্তমানে কর্মজীবনের সঙ্গে কন্যাকেও বড় করছেন অভিনেত্রী। তবে তাদের বিয়ের কোনও খবর পাওয়া যায় না।
*অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে, কল্কি তার বর্তমান প্রেমিক হার্শবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। হার্শবার্গের সঙ্গে কল্কির একটি কন্যা সন্তান রয়েছে, ২০২০ সালে ভূমিষ্ট হয় সন্তান। বর্তমানে কর্মজীবনের সঙ্গে কন্যাকেও বড় করছেন অভিনেত্রী। তবে তাদের বিয়ের কোনও খবর পাওয়া যায় না।
advertisement
advertisement
advertisement