জীবন অর্থহীন…‘ছেলে’-কে হারিয়ে শোকে পাথর তৃষা, অভিনয় থেকে নিলেন সাময়িক বিরতি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ক্রিসমাসে যখন গোটা পৃথিবী মেতে রয়েছে তখনই অঘটন। ব্যথাতুর তৃষা জানিয়েছেন, তিনি কোনও কাজেই মন বসাতে পারছেন না। তাই আপাতত অভিনয় থেকে দূরেই থাকবেন।
advertisement
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণণ অবিবাহিত। তবে একটি পোষ্য রয়েছে তাঁর। তাকেই সন্তানস্নেহে লালনপালন করেন। তার নাম জোরো। অভিনেত্রীর ইনস্টাগ্রামে জোরোর অনেক ছবিও রয়েছে। ক্রিসমাসের সকালে ‘জোরো’ মারা যায়। শোকে কাতর অভিনেত্রী সেই খবরই জানান সোশ্যাল মিডিয়ায়। জোরোকে যেখানে সমাধিস্থ করা হয়, ফুল-মালা-প্রদীপে সাজানো সেই জায়গার একটি ছবিও শেয়ার করেছেন তিনি। প্রসঙ্গত, অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনেরও জোরো নামের একটি ড্যাশহাউন্ড প্রজাতির কুকুর রয়েছে। এই খবর শুনে অনেকেই এই জোরোর সঙ্গে তৃষার জোরোকে গুলিয়ে ফেলেছিলেন।
advertisement
অভিনেত্রী তৃষা কৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার ছেলে জোরো। ক্রিসমাসের সকালে সবাইকে ছেড়ে চলে গেল। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, জানেন, তাঁরা বুঝতে পারবেন, আমার জীবন এখন অর্থহীন। আমি এবং আমার পরিবার এই ধাক্কা কাটিয়ে উঠতে পারছি না। তাই কিছু সময়ের জন্য কাজ থেকে বিশ্রাম নিচ্ছি।” কমেন্টে অনেকেই সান্ত্বনা দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ লিখেছেন, “কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।”
advertisement
এই অসময়ে তৃষার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। সম্প্রতি কল্যাণীও তাঁর প্রিয় পোষ্যকে হারিয়েছেন। তৃষার মনের অবস্থা তিনি বুঝতে পারছেন। কল্যাণী লিখেছেন, “আমার বাবাও কুকুর পছন্দ করতেন না। কিন্তু তিনিও খুব ভালবেসে ফেলেছিলেন। এই যন্ত্রণা ভোলার নয়। সময় লাগবে। তবে স্মৃতিতে আজীবন বেঁচেও থাকবে। আমার এবং আপনার ছেলে তাঁদের জগতে একসঙ্গে থাকবে।”
advertisement
কেরিয়ারে মধ্যগগনে রয়েছেন তৃষা। মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভন’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে সমালোচকদের। দর্শক মহলেও ব্যাপক প্রশংসিত হচ্ছেন। খুব শীঘ্রই তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করা তৃষার বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে। এর মধ্যে ‘ভালিমাই’ ছবিতে তাঁর এবং অজিতের লুক নিয়েও ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement