Sohini Sarkar: ঊর্ধ্বাঙ্গে নেই একটা সুতো... শুধু ফুলে ঢাকা শরীর! সোহিনী সরকারের নতুন ছবি দেখে কুপোকাত ভক্তেরা

Last Updated:
Sohini Sarkar: গলায় একাধিক মালাকে টপের মতো করে পরেছেন সোহিনী। সঙ্গে মেরুন রঙের লেহেঙ্গা। চোখে গাঢ় কাজল। ফটোশ্যুটের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিরহ’।
1/8
সোহিনী সরকার! টলিউডের এই মিষ্টি সুন্দরী নায়িকাকে কে না চেনেন! বাংলা সিরিয়াল হোক বা সিনেমা বা সিরিজ সোহিনী সবেতেই সেরার সেরা! তার অভিনয় দক্ষতা মন জিতে নিয়েছে মানুষের! সম্প্রতি সোহিনীর কিছু ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে
সোহিনী সরকার! টলিউডের এই মিষ্টি সুন্দরী নায়িকাকে কে না চেনেন! বাংলা সিরিয়াল হোক বা সিনেমা বা সিরিজ সোহিনী সবেতেই সেরার সেরা! তার অভিনয় দক্ষতা মন জিতে নিয়েছে মানুষের! সম্প্রতি সোহিনীর কিছু ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে
advertisement
2/8
গলায় একাধিক মালাকে টপের মতো করে পরেছেন সোহিনী। সঙ্গে মেরুন রঙের লেহেঙ্গা। চোখে গাঢ় কাজল। ফটোশ্যুটের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিরহ’।
গলায় একাধিক মালাকে টপের মতো করে পরেছেন সোহিনী। সঙ্গে মেরুন রঙের লেহেঙ্গা। চোখে গাঢ় কাজল। ফটোশ্যুটের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিরহ’।
advertisement
3/8
এই সাহসী লুকে অভিনেত্রীকে দেখে কুপোকাত ভক্তেরা। নেটদুনিয়ায় রীতিমতো চর্চায় সোহিনী।
এই সাহসী লুকে অভিনেত্রীকে দেখে কুপোকাত ভক্তেরা। নেটদুনিয়ায় রীতিমতো চর্চায় সোহিনী।
advertisement
4/8
নায়িকার প্রেম জীবন নিয়েও চর্চার অন্ত নেই। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় নানান ফিসফিসানি।
নায়িকার প্রেম জীবন নিয়েও চর্চার অন্ত নেই। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় নানান ফিসফিসানি।
advertisement
5/8
শোনা যাচ্ছে, রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পরই নাকি শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর।
শোনা যাচ্ছে, রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পরই নাকি শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর।
advertisement
6/8
প্রেম নিয়ে চর্চা তো ছিলই। এবার বোল্ড ছবি দিতে সেই চর্চা বেড়ে গেল কয়েকগুণ। তবে সে সবকে প্রশ্রয় দেন না নায়িকা। চুটিয়ে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।
প্রেম নিয়ে চর্চা তো ছিলই। এবার বোল্ড ছবি দিতে সেই চর্চা বেড়ে গেল কয়েকগুণ। তবে সে সবকে প্রশ্রয় দেন না নায়িকা। চুটিয়ে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।
advertisement
7/8
‘নটধা’ নাট্যদলের প্রযোজনার ‘অথৈ’ নাটক এবার সেলুলয়েডে যাত্রা করবে। সেখানে দেখা যাবে সোহিনী সরকারকে।
‘নটধা’ নাট্যদলের প্রযোজনার ‘অথৈ’ নাটক এবার সেলুলয়েডে যাত্রা করবে। সেখানে দেখা যাবে সোহিনী সরকারকে।
advertisement
8/8
তবে নেটিজেনরা মনে করেন শাড়িতে সব থেকে বেশি মন কাড়েন সোহিনী। অপরূপা লাগে তাঁকে।
তবে নেটিজেনরা মনে করেন শাড়িতে সব থেকে বেশি মন কাড়েন সোহিনী। অপরূপা লাগে তাঁকে।
advertisement
advertisement
advertisement