Parineeti-Raghav Wedding: কবে বিয়ের পিঁড়িতে বসেছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু

Last Updated:
Parineeti-Raghav Wedding: বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের।
1/7
বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
advertisement
2/7
অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
advertisement
3/7
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। বিয়ের অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর শুরু হবে। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। বিয়ের অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর শুরু হবে। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
advertisement
4/7
সম্প্রতি এক সংবাদমধ‍্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। সেখানে শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা থাকবেন। অন্যান্য অতিথিদের জন্য, বিবাহের স্থান এবং এর আশেপাশে সমস্ত বিলাসবহুল হোটেলে থাকার ব‍্যবস্থা করা হযেছে।
সম্প্রতি এক সংবাদমধ‍্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। সেখানে শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা থাকবেন। অন্যান্য অতিথিদের জন্য, বিবাহের স্থান এবং এর আশেপাশে সমস্ত বিলাসবহুল হোটেলে থাকার ব‍্যবস্থা করা হযেছে।
advertisement
5/7
উদয়পুরের লীলা প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। প্রতিবেদন অনুসারে, বিয়ের আচার অনুষ্ঠান ২৩ এবং ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাসে অনুষ্ঠিত হবে।
উদয়পুরের লীলা প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। প্রতিবেদন অনুসারে, বিয়ের আচার অনুষ্ঠান ২৩ এবং ২৪ সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাসে অনুষ্ঠিত হবে।
advertisement
6/7
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের মতে, হলদি, মেহেন্দি এবং সঙ্গীত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জন অতিথি এবং ৫০ জন ভিভিআইপি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের মতে, হলদি, মেহেন্দি এবং সঙ্গীত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
advertisement
7/7
তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।
তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।
advertisement
advertisement
advertisement