♦ গোটা দেশ জুড়ে ভোট পর্ব চলছে এখন ৷ আর এ বারই সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
♦ দিন-রাত এলাকা চষে বেড়াচ্ছেন নায়িকা ৷ এর মধ্যেই অনাকাঙ্খিতভাবে ওড়িশায় আছড়ে পড়েছে বিধ্বংসী ঝড় ফণী ৷
♦ আতঙ্ক ছড়াচ্ছে সকলের মধ্যে ৷ এর পাশাপাশি ওড়িশার উপর ঝড় আছড়ে পড়ার পর এ রাজ্যেও ধেয়ে আসছে ফণী ৷
♦ তবে এই ঝড় নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হওয়ারই আবেদন জানিয়েছন মিমি ৷ সে নিয়ে ট্যুইটারে একচি পোস্টও করেছেন তিনি ৷
♦ মিমি যে জগন্নাথ দেবের পরমভক্ত সে কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা ৷ গত বছরের জুনেও তিনি তাঁর মায়ের সঙ্গে জগন্নাথ দেবের দর্শন করে এসেছেন ৷
♦ এ বছরও তাঁর কেন্দ্রে ভোটের আগে জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করতে পুরীতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ৷
♦ তবে ফনীর তাণ্ডবের জেরে আপাতত সেই পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মিমি ৷ তিনি জানিয়েছেন, বাড়িতেই পুজোর আয়োজন করা হবে ৷
...