advertisement
advertisement
বেআইনিভাবে অস্ত্রের চালান ও এর নেপথ্যে থাকা অপরাধ জগতকেই চিত্রনাট্য বানিয়ে নতুন ছবি আনতে চলেছেন পরিচালক রাজর্ষি দে ও অভিগ্ন ফিল্মস ৷ ছবির নাম ‘রাইফেল’৷ ছবির টিমের দাবি বাংলা সিনেমায় এরকম বিষয় এই প্রথমবার ৷ তবে শুধু গল্পে নয়, চমক রয়েছে ছবির স্টারকাস্টেও ৷ একেবারে নতুন ভূমিকায় এই ছবি দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে ৷ ছবিতে অর্পিতা রয়েছেন আইপিএস অফিসারের চরিত্রে ৷ তবে ছবিতে আরও একটি চমক অভিনেত্রী পুজারিনী ঘোষ ৷ পরিচালকের দাবি রহস্যে ঘেরা পুজারিনীর চরিত্রই নাকি এই ছবি আসল মোচড় ৷ তবে এখানেই শেষ নয়, নেগেটিভ চরিত্রে এই ছবিতে থাকছেন রুদ্রনীল ঘোষ ৷ একেবারে নতুন চরিত্রে দেখা যাবে বাবুল সুপ্রিয় ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে ৷
advertisement
ছবির গল্পে শুধুই অপরাধ জগত নয়, ছবির মূল গল্পের সঙ্গে সামাঞ্জস্য রেখে থাকছে মহিলা ক্রিকেট দলের গল্পও ৷ যেখানে দেখা যাবে প্রিয়াঙ্কা রতি পাল ও তনিকা বসুকে ৷ এছাড়াও ছবিতে থাকছেন পল্লবী চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাসগুপ্ত, অনন্যা সেনগুপ্ত, মালবিকা সেন ও সত্রাজিৎ সরকার৷ ছবির শ্যুটিং হবে কলকাতা, উত্তর ২৪ পরগণা ও হুগলি জেলার বিভিন্ন জায়গায়৷