Tolly Actress With Own Plane: এত বড়লোক টলি নায়িকা! টাকার অন্ত নেই, কিনে ফেলেছেন নিজস্ব প্লেন! কে এই আগুনের গোলা?

Last Updated:
এক নায়িকা নিজের রোজগারে কিনেছেন গোটা একটা প্লেন! অকল্পনীয় হলেও সত্যি৷ আর এই নায়িকা খুবই জনপ্রিয়৷ তাঁর প্রচুর ফ্যান ফলোইং এবং সেই ভক্ত সংখ্যার মতো তাঁর ব্যাঙ্ক ব্যালেন্সও প্রচুর৷
1/10
প্লেন মানেই বড় ব্যাপার! সাধারণ মানুষের প্লেনে চড়ে বসা অত্যন্ত খরচ সাপেক্ষ৷ আর সেখানে এমন এক নায়িকা রয়েছেন যিনি গোটা একটা প্লেন কিনে ফেলেছেন৷ এতটাই বড়লোক এই নায়িকা৷
প্লেন মানেই বড় ব্যাপার! সাধারণ মানুষের প্লেনে চড়ে বসা অত্যন্ত খরচ সাপেক্ষ৷ আর সেখানে এমন এক নায়িকা রয়েছেন যিনি গোটা একটা প্লেন কিনে ফেলেছেন৷ এতটাই বড়লোক এই নায়িকা৷
advertisement
2/10
অভিনেতা-অভিনেত্রীদের বিপুল রোজগার৷ কোটি কোটি টাকার মালিক তাঁরা৷ ফলে নিজেদের জন্য প্রচুর খরত করেন তাঁরা সকলে৷ শুধু সাজ-পোশাকে লাক্সারি নয়, বিলাশবহুল বাড়ি, গাড়ি এমনকি নিজেদের প্লেনও থাকে অনেক সময়!
অভিনেতা-অভিনেত্রীদের বিপুল রোজগার৷ কোটি কোটি টাকার মালিক তাঁরা৷ ফলে নিজেদের জন্য প্রচুর খরত করেন তাঁরা সকলে৷ শুধু সাজ-পোশাকে লাক্সারি নয়, বিলাশবহুল বাড়ি, গাড়ি এমনকি নিজেদের প্লেনও থাকে অনেক সময়!
advertisement
3/10
বলিউড অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারদের নিজস্ব চাটার্ড ফ্লাইট রয়েছে৷ তবে এখন বলিউডকে ছাড়িয়ে গিয়েছে টলিউড অর্থাৎ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি৷ শুধু দেশেই নয়, তাঁরা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে৷ বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করছেন সাউথ ইন্ডিয়ান ছবি৷
বলিউড অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমারদের নিজস্ব চাটার্ড ফ্লাইট রয়েছে৷ তবে এখন বলিউডকে ছাড়িয়ে গিয়েছে টলিউড অর্থাৎ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি৷ শুধু দেশেই নয়, তাঁরা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে৷ বিশ্বব্যাপী দারুণ ব্যবসা করছেন সাউথ ইন্ডিয়ান ছবি৷
advertisement
4/10
ফলে অভিনেতা-অভিনেত্রীদেরও বাজার রমরমা! কোটি কোটি টাকা আয় করছেন তাঁরা৷ ভক্তরা দক্ষিণ ভারতীয় অভিনেতা এবং অভিনেত্রীদের জীবনধারা এবং তাদের মোট মূল্য সম্পর্কে জানতে আগ্রহী।
ফলে অভিনেতা-অভিনেত্রীদেরও বাজার রমরমা! কোটি কোটি টাকা আয় করছেন তাঁরা৷ ভক্তরা দক্ষিণ ভারতীয় অভিনেতা এবং অভিনেত্রীদের জীবনধারা এবং তাদের মোট মূল্য সম্পর্কে জানতে আগ্রহী।
advertisement
5/10
এরপরই আসে প্রভাসের নাম৷ বাহুবলী সিনেমার মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা প্রভাস। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের তালিকার একজন যার ব্যক্তিগত বিমান রয়েছে। সময়ে সময়ে তাঁর প্লেনে চড়ে যাওয়ার অভ্যাস।
এরপরই আসে প্রভাসের নাম৷ বাহুবলী সিনেমার মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা প্রভাস। তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের তালিকার একজন যার ব্যক্তিগত বিমান রয়েছে। সময়ে সময়ে তাঁর প্লেনে চড়ে যাওয়ার অভ্যাস।
advertisement
6/10
জুনিয়র এনটিআর RRR ছবিতে খুই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে এমন একজন যিনি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। প্রায় আট কোটি টাকার মূল্যের তাঁর নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে।
জুনিয়র এনটিআর RRR ছবিতে খুই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন৷ তিনি দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে এমন একজন যিনি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। প্রায় আট কোটি টাকার মূল্যের তাঁর নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে।
advertisement
7/10
পুষ্প দিয়ে ভক্তদের মন জয় করেছেন অভিনেতা আল্লু অর্জুন। উল্লেখ্য, সম্প্রতি তিনি একটি ৬ আসনের ব্যক্তিগত বিমান কিনেছেন।
পুষ্প দিয়ে ভক্তদের মন জয় করেছেন অভিনেতা আল্লু অর্জুন। উল্লেখ্য, সম্প্রতি তিনি একটি ৬ আসনের ব্যক্তিগত বিমান কিনেছেন।
advertisement
8/10
রাজামৌলি পরিচালিত আরআরআর চলচ্চিত্রের মাধ্যমে রাম চরণ এখন অত্যন্ত জনপ্রিয়৷ তেলেগু সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা চিরণজীবীর ছেলে, রাম চরণের নিজস্ব বিমান রয়েছে৷
রাজামৌলি পরিচালিত আরআরআর চলচ্চিত্রের মাধ্যমে রাম চরণ এখন অত্যন্ত জনপ্রিয়৷ তেলেগু সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা চিরণজীবীর ছেলে, রাম চরণের নিজস্ব বিমান রয়েছে৷
advertisement
9/10
তবে বিশেষভাবে যান নাম উল্লেখ করতে হবে, তিনি হলেন নয়নতারা৷ দক্ষিণী অভিনেত্রী নয়নতারা তামিল সিনেমার শীর্ষস্থানীয় নায়িকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে জওয়ান ছবিতে শাহরুখের বিপরীতে৷ প্রচুর হিট সিনেমা রয়েছে তাঁর৷ তবে শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও তিনি হিরোইনের মতো জীবনযাপন করেন। সম্প্রতি স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে একটি প্রাইভেট প্লেন কিনেছেন তিনি।
তবে বিশেষভাবে যান নাম উল্লেখ করতে হবে, তিনি হলেন নয়নতারা৷ দক্ষিণী অভিনেত্রী নয়নতারা তামিল সিনেমার শীর্ষস্থানীয় নায়িকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে জওয়ান ছবিতে শাহরুখের বিপরীতে৷ 
advertisement
10/10
প্রচুর হিট সিনেমা রয়েছে তাঁর৷ তবে শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও তিনি হিরোইনের মতো জীবনযাপন করেন। সম্প্রতি স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে একটি প্রাইভেট প্লেন কিনেছেন তিনি।
প্রচুর হিট সিনেমা রয়েছে তাঁর৷ তবে শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও তিনি হিরোইনের মতো জীবনযাপন করেন। সম্প্রতি স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে একটি প্রাইভেট প্লেন কিনেছেন তিনি।
advertisement
advertisement
advertisement