Bollywood Actor Heart Attack: করোনার ভ্যাকসিনের প্রভাবে অভিনেতার হার্ট অ্যাটাক? প্রশ্ন তুললেন খোদ বলিউড নায়ক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই কোভিশিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে, এবার কী বলিউড অভিনেতা হলেন শিকার?
advertisement
advertisement
advertisement
গত ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেতা আদালতে একটি নথি জমা দেয়। সেখানে তারা স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে 'খুব বিরল টিটিএস' এর ঘটনা ঘটতে পারে। টিটিএস-এর পুরো অর্থ হল থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিতে পারে। এমনকী রক্তে প্লেটলেট বা অনুচক্রিকাও কমতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
এবার অভিনেতা শ্রেয়সও তুললেন প্রশ্ন৷ যদিও তিনি এই ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন বলছেন তিনি৷ তিনি বলছেন যে তামাক সেবন করে না এবং কোন নেশাদ্রব্য গ্রহণ করে না। তাঁর কোলেস্টেরলের মাত্রা একটু বেশি হলেও তা নিয়ন্ত্রণে থাকা সম্ভব বলে তাঁকে আস্বস্ত করেছিলেন চিকিৎসক৷ তাহলে কেন এভাবে হঠাৎ হার্ট অ্যাটাক হল তাঁর? করোনা ভ্যাকসিন কোনওভাবে এর জন্য জায়ী নয় তো?
advertisement