Dev: অভিনয় ও রাজনীতিতে এসেও নিজের পুরোনো সখ ভুলে যায়নি দেব!

Last Updated:
 সাংসদ ও অভিনেতা দেবকে ঘোড়ায় চড়তে দেখা যায়। অভিনেতা দেবের ছোটবেলা থেকেই মাছ ধরার সখ। কোলাঘাটে সিনেমার প্রমোশনের ফাঁকে সখকেই আরেকবার ঝালিয়ে নিলেন। 
1/7
প্রতিটি মানুষের নিজস্ব একটি করে সখ থাকে। সেই পূরণের জন্য একজন ব্যক্তি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে চায়। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ কারও সখ ছবি আঁকা, কারও আবার বই পড়া, কেউ আবার মাছ ধরতে ভালবাসে। সখ একজন ব্যক্তিকে যাবতীয় চিন্তাভাবনা থেকে দূরে রাখতে সাহায্য করে। অভিনয় এবং রাজনীতিতে এসে নিজের পুরানো শখ এখনও ভুলে যায়নি। (কোলাঘাট, সৈকত শী)
প্রতিটি মানুষের নিজস্ব একটি করে সখ থাকে। সেই পূরণের জন্য একজন ব্যক্তি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে চায়। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ কারও সখ ছবি আঁকা, কারও আবার বই পড়া, কেউ আবার মাছ ধরতে ভালবাসে। সখ একজন ব্যক্তিকে যাবতীয় চিন্তাভাবনা থেকে দূরে রাখতে সাহায্য করে। অভিনয় এবং রাজনীতিতে এসে নিজের পুরানো শখ এখনও ভুলে যায়নি। (কোলাঘাট, সৈকত শী)
advertisement
2/7
তাই নতুন সিনেমার প্রচারে ফাঁকে নিজের পুরানো শখ নিয়ে মেতে উঠলেন তিনি। কোলাঘাটে একটি রিসোর্টে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন সাংসদ অভিনেতা দেব। সঙ্গে ছিল ওই সিনেমার অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা।
তাই নতুন সিনেমার প্রচারে ফাঁকে নিজের পুরানো শখ নিয়ে মেতে উঠলেন তিনি। কোলাঘাটে একটি রিসোর্টে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন সাংসদ অভিনেতা দেব। সঙ্গে ছিল ওই সিনেমার অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা।
advertisement
3/7
দুর্গাপুজোর ঠিক আগেই দেবের নতুন বাংলা সিনেমা রঘু ডাকাত মুক্তি পাচ্ছে। রঘু ডাকাত সিনেমার প্রমোশনে জেলায় জেলায় বেরিয়েছেন সিনেমার নায়ক নায়িকা সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। সিনেমার প্রমোশনে সিনেমার টিম নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে ফেলছেন দেব। সিনেমার প্রমোশনের ফাঁকে দেবকে দেখা গেল রীতিমত ছিপ ফেলে মাছ ধরতে। কোলাঘাটের একটি রিসোর্টে পুকুরের ঘাটে বসে ছিপ ফেললে মাছ ধরতে বসে যান। সঙ্গে ছিলেন ছবির নায়িকা অভিনেত্রী ইধিকা পাল ও অভিনেত্রী সোহিনী সরকার। দেবের ছিপে উঠে আসে মাছও।
দুর্গাপুজোর ঠিক আগেই দেবের নতুন বাংলা সিনেমা রঘু ডাকাত মুক্তি পাচ্ছে। রঘু ডাকাত সিনেমার প্রমোশনে জেলায় জেলায় বেরিয়েছেন সিনেমার নায়ক নায়িকা সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। সিনেমার প্রমোশনে সিনেমার টিম নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে ফেলছেন দেব। 
advertisement
4/7
সিনেমার প্রমোশনের ফাঁকে দেবকে দেখা গেল রীতিমত ছিপ ফেলে মাছ ধরতে। কোলাঘাটের একটি রিসোর্টে পুকুরের ঘাটে বসে ছিপ ফেললে মাছ ধরতে বসে যান। সঙ্গে ছিলেন ছবির নায়িকা অভিনেত্রী ইধিকা পাল ও অভিনেত্রী সোহিনী সরকার। দেবের ছিপে উঠে আসে মাছও।
সিনেমার প্রমোশনের ফাঁকে দেবকে দেখা গেল রীতিমত ছিপ ফেলে মাছ ধরতে। কোলাঘাটের একটি রিসোর্টে পুকুরের ঘাটে বসে ছিপ ফেললে মাছ ধরতে বসে যান। সঙ্গে ছিলেন ছবির নায়িকা অভিনেত্রী ইধিকা পাল ও অভিনেত্রী সোহিনী সরকার। দেবের ছিপে উঠে আসে মাছও।
advertisement
5/7
এ বিষয়ে ঘাটালের সাংসদ তথা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক দেব জানান, 'কোলাঘাটে মানুষের মন ডাকাতি করতে এসেছি। ছবির প্রমোশন ছিল হাওড়া জেলার একটি জায়গায়। সেখান থেকেই কোলাঘাটে এসেছি।
এ বিষয়ে ঘাটালের সাংসদ তথা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক দেব জানান, 'কোলাঘাটে মানুষের মন ডাকাতি করতে এসেছি। ছবির প্রমোশন ছিল হাওড়া জেলার একটি জায়গায়। সেখান থেকেই কোলাঘাটে এসেছি।
advertisement
6/7
ছোটবেলা থেকেই মাছ ধরার অভ্যেস রয়েছে। মাছ ধরার একটি টিমও রয়েছে। অনেকদিন পর মাছ ধরলাম। দেখলাম ভুলে যাইনি, মাছ ধরা। ছোটবেলা থেকে এই সখের প্র্যাকটিস হয়ে গেল।' এছাড়াও সিনেমার বিষয়ে জানান রঘু ডাকাতের গল্প আমরা সবাই ছোটবেলায় পড়েছি। সেটাই এবার বড় পর্দায় আসছে।'
ছোটবেলা থেকেই মাছ ধরার অভ্যেস রয়েছে। মাছ ধরার একটি টিমও রয়েছে। অনেকদিন পর মাছ ধরলাম। দেখলাম ভুলে যাইনি, মাছ ধরা। ছোটবেলা থেকে এই সখের প্র্যাকটিস হয়ে গেল।' এছাড়াও সিনেমার বিষয়ে জানান রঘু ডাকাতের গল্প আমরা সবাই ছোটবেলায় পড়েছি। সেটাই এবার বড় পর্দায় আসছে।'
advertisement
7/7
কোলাঘাটের ওই রিসোর্টে দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীরা শিব মন্দিরে পুজো দেন। এর পাশাপাশি সাংসদ ও অভিনেতা দেবকে ঘোড়ায় চড়তে দেখা যায়। অভিনেতা দেবের ছোটবেলা থেকেই মাছ ধরার সখ। কোলাঘাটে সিনেমার প্রমোশনের ফাঁকে সখকেই আরেকবার ঝালিয়ে নিলেন। দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীদের দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় রাস্তার পাশে।
কোলাঘাটের ওই রিসোর্টে দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীরা শিব মন্দিরে পুজো দেন। এর পাশাপাশি সাংসদ ও অভিনেতা দেবকে ঘোড়ায় চড়তে দেখা যায়। অভিনেতা দেবের ছোটবেলা থেকেই মাছ ধরার সখ। কোলাঘাটে সিনেমার প্রমোশনের ফাঁকে সখকেই আরেকবার ঝালিয়ে নিলেন। দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীদের দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় রাস্তার পাশে।
advertisement
advertisement
advertisement