Dev: অভিনয় ও রাজনীতিতে এসেও নিজের পুরোনো সখ ভুলে যায়নি দেব!
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
সাংসদ ও অভিনেতা দেবকে ঘোড়ায় চড়তে দেখা যায়। অভিনেতা দেবের ছোটবেলা থেকেই মাছ ধরার সখ। কোলাঘাটে সিনেমার প্রমোশনের ফাঁকে সখকেই আরেকবার ঝালিয়ে নিলেন।
প্রতিটি মানুষের নিজস্ব একটি করে সখ থাকে। সেই পূরণের জন্য একজন ব্যক্তি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে চায়। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ কারও সখ ছবি আঁকা, কারও আবার বই পড়া, কেউ আবার মাছ ধরতে ভালবাসে। সখ একজন ব্যক্তিকে যাবতীয় চিন্তাভাবনা থেকে দূরে রাখতে সাহায্য করে। অভিনয় এবং রাজনীতিতে এসে নিজের পুরানো শখ এখনও ভুলে যায়নি। (কোলাঘাট, সৈকত শী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোলাঘাটের ওই রিসোর্টে দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীরা শিব মন্দিরে পুজো দেন। এর পাশাপাশি সাংসদ ও অভিনেতা দেবকে ঘোড়ায় চড়তে দেখা যায়। অভিনেতা দেবের ছোটবেলা থেকেই মাছ ধরার সখ। কোলাঘাটে সিনেমার প্রমোশনের ফাঁকে সখকেই আরেকবার ঝালিয়ে নিলেন। দেব সহ ছবির অন্যান্য কলা কুশলীদের দেখতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় রাস্তার পাশে।









