Film Animal Actor: নায়িকার অপমান সহ্য করেছেন মুখ বুজে, রাত কাটিয়েছেন গ্যারেজেও! তিনিই এখন সুপারস্টার নায়ক, জন্মদিনে জানুন তাঁর লড়াইয়ের কাহিনি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Superstar Anil Kapoor Birthday: কেরিয়ারের শুরুতে অনেক লড়াই করতে হয়৷ ছোট ছোট চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন৷ যা তাঁকে খুব বেশি স্বীকৃতি দেয়নি৷
advertisement
প্রায় ৪০ বছরের কেরিয়ার তাঁর৷ বক্স অফিসে রয়েছে একের পর এক সাফল্য, ব্লক বাস্টার হিট ছবি৷ অভিনয়ের জন্য পেয়েছেন অনেক পুরস্কার৷ তাঁর ভাইও ইন্ডাস্ট্রির একজন নামকরা প্রযোজক। তবে নিজের অভিনয়ের জোরেই তিনি ইন্ডাস্ট্রিতে করে নিয়েছেন নিজের জায়গা। সেই প্রতিভাবান সুপারস্টার আর কেউ নন, অনিল কাপুর!আজ, ২৪ ডিসেম্বর, তাঁর জন্মদিন৷
advertisement
অনিল কাপুরের পরিবার জুড়ে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে৷ রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের খুরতুতো ভাই সুরেন্দ্র কাপুর৷ মুম্বাইয়ে আসার পর রাজ কাপুরের গ্যারেজে পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন তিনি। অনিল কাপুর সুপরিচিত চলচ্চিত্র প্রযোজক সুরেন্দ্র কাপুর এবং নির্মল কাপুরের ছেলে। অনিল কাপুরের ভাই বনি কাপুরও ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত প্রযোজক। যদিও প্রথম দিকে মুম্বই পৌঁছনোর পর তাঁদের পরিবার আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে৷
advertisement
advertisement
১৯৮৩ সালে 'ওহ সাত দিন' ছবিতে অনিল কাপুরকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন ভাই বনি কাপুর৷ তবে সেই ছবিতে নাসিরুদ্দিন শাহ কাজ করতে অস্বীকার করেছিলেন। পরে তিনি নাসিরুদ্দিন শাহকে উচ্চ পারিশ্রমিক দিয়ে রাজি করান, কিন্তু পদ্মিনী কোলাপুরি অনিলের বিপরীতে কাজ করতে রাজি ছিলেন না। সে সময় তিনি ছিলেন নামি নায়িকা৷ অভিনেত্রীর বাড়ি থেকে অনেক চাপের মুখে পড়েন অনিল কাপুর। তাঁকে কাজে রাজি করানোর জন্য প্রতিদিন অভিনেত্রীর বাড়িতে টিফিন নিয়ে পৌঁছতেন অনিল। পরে যদিও এই ছবিতে রাজি হন নায়িকা৷ 'ওহ সাত দিন' ছবিটি সুপারহিট হয় এবং অনিল কাপুরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷
advertisement
এমনও অনেক ছবি রয়েছে যাতে অনিল কাপুরকে প্রথমে ভাবাই হয়নি৷ তবে সেই ছবিতে অভিনয় করে তিনি সাফল্য পেয়েছেন৷ এক সাক্ষাৎকারে এই কথা প্রকাশ করেছিলেন অনিল। শুধু তাই নয়, মি. ইন্ডিয়ায় সুপারহিট গান কাটে নাহি কাটতে একটি ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর। এর আগে এই গানটি শুধুমাত্র শ্রীদেবীকে নিয়েই শ্যুট করা হয়েছিল। কিন্তু অভিনেতা জানতেন এই গান হিট হবে এবং এই গানে তাঁকেও দেখা গিয়েছে।
advertisement
৬৬ বছর বয়সেও তিনি অসাধারণ ফিট৷ নিয়মিত শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে৷ 'বেটা', 'মিস্টার ইন্ডিয়া', 'মেরি জং', 'কর্মা', 'তেজাব', 'কসম', 'রাম লিখন', 'হামারা দিল আপকে পাস হ্যায়', 'এর মতো ছবিতে কাজ করেছেন। 'লাডলা' ও 'নায়ক'-এর মতো দুর্দান্ত ছবিতে কাজ করেছেন। মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর জুটি ছিল সুপারহিট৷