Abhishek Chatterjee: মা কালী ও সাইবাবার ভক্ত ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ! পুজো না করে দিন শুরু করতেন না ! তাঁর ভক্তির কথা চোখে জল আনবে

Last Updated:
Abhishek Chatterjee: অভিষেক চট্টোপাধ্যায়ের জীবনের এই সত্যি চোখে জল আনতে বাধ্য!
1/5
২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমা জগতের নক্ষত্র ছিলেন তিনি। মেয়ে-বউকে ছেড়ে এভাবে তাঁর চলে যাওয়া শোকের ছায়া নামিয়েছে চলচ্চিত্র জগতে। কিন্তু এই মানুষটা ছিলেন পরম ঈশ্বর ভক্ত। photo source collected
২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমা জগতের নক্ষত্র ছিলেন তিনি। মেয়ে-বউকে ছেড়ে এভাবে তাঁর চলে যাওয়া শোকের ছায়া নামিয়েছে চলচ্চিত্র জগতে। কিন্তু এই মানুষটা ছিলেন পরম ঈশ্বর ভক্ত। photo source collected
advertisement
2/5
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর জীবনের নানা অজানা কথা সামনে আসছে। উঠে আসছে অনেক প্রশ্ন। কিন্তু সব কিছুর পরেও তাঁর চলে যাওয়াকে কোনও কিছু দিয়েই আর ভরিয়ে তোলা যাবে না। photo source collected
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর জীবনের নানা অজানা কথা সামনে আসছে। উঠে আসছে অনেক প্রশ্ন। কিন্তু সব কিছুর পরেও তাঁর চলে যাওয়াকে কোনও কিছু দিয়েই আর ভরিয়ে তোলা যাবে না। photo source collected
advertisement
3/5
অভিষেক চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে দীর্ঘ সময় থাকতেন ঠাকুর ঘরে। প্রতিদিন নিজে হাতে পুজো করতেন মা কালীর। শুধু মা কালীর ভক্ত এমন নয়, তাঁর ঠাকুর ঘরে ছিল সব দেবতার বাস। photo source collected
অভিষেক চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে দীর্ঘ সময় থাকতেন ঠাকুর ঘরে। প্রতিদিন নিজে হাতে পুজো করতেন মা কালীর। শুধু মা কালীর ভক্ত এমন নয়, তাঁর ঠাকুর ঘরে ছিল সব দেবতার বাস। photo source collected
advertisement
4/5
সেই সঙ্গে তিনি ছিলেন সাইবাবারও ভক্ত। বিভিন্ন সময়ে সাইবাবার মন্দিরে তাঁকে যেতে দেখা গিয়েছে। শুধু তিনি নন, তাঁর স্ত্রী সংযুক্তাও সাইবাবার বড় ভক্ত। photo source collected
সেই সঙ্গে তিনি ছিলেন সাইবাবারও ভক্ত। বিভিন্ন সময়ে সাইবাবার মন্দিরে তাঁকে যেতে দেখা গিয়েছে। শুধু তিনি নন, তাঁর স্ত্রী সংযুক্তাও সাইবাবার বড় ভক্ত। photo source collected
advertisement
5/5
তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। কিন্তু অভিষেক চট্টোপাধ্যায় যে একজন বড় মনের মানুষ ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। photo source collected
তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। কিন্তু অভিষেক চট্টোপাধ্যায় যে একজন বড় মনের মানুষ ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। photo source collected
advertisement
advertisement
advertisement