Abhishek Bachchan: একটু বড় হও, তারপর...! অভিষেকের সঙ্গে রাত কাটানো নিয়ে অদ্ভুত দাবি বয়সে বড় নায়িকার

Last Updated:
Abhishek Bachchan: ১৯৮৩ সালে ‘মহান’ ছবির শ্যুটিংয়ে বাবার সঙ্গে হিমাচল প্রদেশ গিয়েছিলেন অভিষেক। রাতে খাওয়া দাওয়ার পর অভিষেক জানতে পারেন, তাঁকে একা শুতে হবে। তাতে বেশ ভয় পেয়ে যান তিনি।
1/5
ছোটবেলার গল্প মানেই অপ্রস্তুত হওয়া। আর বড় হওয়ার পর সেই গল্পগুলোই হাসির রসদ দেয়। অভিষেক বচ্চনের জীবনেও একই রকমের ঘটনা ঘটেছিল। আর যা তিনি সর্বসমক্ষে নিজের মুখেই বলেছেন। আর ছোটবেলার সরল সেই আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন।
ছোটবেলার গল্প মানেই অপ্রস্তুত হওয়া। আর বড় হওয়ার পর সেই গল্পগুলোই হাসির রসদ দেয়। অভিষেক বচ্চনের জীবনেও একই রকমের ঘটনা ঘটেছিল। আর যা তিনি সর্বসমক্ষে নিজের মুখেই বলেছেন। আর ছোটবেলার সরল সেই আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন।
advertisement
2/5
ছোট থেকেই বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে সেটে যেতেন অভিষেক। আর বাবারই এক নায়িকাকে তাঁর খুব ভাল লাগত। যাকে বলে, ক্রাশ। আর তিনি হলেন, সুন্দরী জিনাত আমন। তাঁরই সঙ্গে পাঁচ বছরের অভিষেকের মজার কথোপকথনের গল্প জানা যায় এক সাক্ষাৎকারে।
ছোট থেকেই বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে সেটে যেতেন অভিষেক। আর বাবারই এক নায়িকাকে তাঁর খুব ভাল লাগত। যাকে বলে, ক্রাশ। আর তিনি হলেন, সুন্দরী জিনাত আমন। তাঁরই সঙ্গে পাঁচ বছরের অভিষেকের মজার কথোপকথনের গল্প জানা যায় এক সাক্ষাৎকারে।
advertisement
3/5
১৯৮৩ সালে ‘মহান’ ছবির শ্যুটিংয়ে বাবার সঙ্গে হিমাচল প্রদেশ গিয়েছিলেন অভিষেক। রাতে খাওয়া দাওয়ার পর অভিষেক জানতে পারেন, তাঁকে একা শুতে হবে। তাতে বেশ ভয় পেয়ে যান তিনি। তখন জিনাত আমনকে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, কে কীভাবে শোবে।
১৯৮৩ সালে ‘মহান’ ছবির শ্যুটিংয়ে বাবার সঙ্গে হিমাচল প্রদেশ গিয়েছিলেন অভিষেক। রাতে খাওয়া দাওয়ার পর অভিষেক জানতে পারেন, তাঁকে একা শুতে হবে। তাতে বেশ ভয় পেয়ে যান তিনি। তখন জিনাত আমনকে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, কে কীভাবে শোবে।
advertisement
4/5
মজার ছলে তিনি জিনাতের সঙ্গেই শুতে চান। তখন জিনাতের রসবোধের পরিচয় পান ছোট্ট অভিষেক। নায়িকা বলেন, ‘‘তুমি আরও একটু বড় হয়ে যাও, তারপর...।’’ শুধু তা-ই নয়, অভিষেক তাঁকে বিয়ের প্রস্তাবও দেন।
মজার ছলে তিনি জিনাতের সঙ্গেই শুতে চান। তখন জিনাতের রসবোধের পরিচয় পান ছোট্ট অভিষেক। নায়িকা বলেন, ‘‘তুমি আরও একটু বড় হয়ে যাও, তারপর...।’’ শুধু তা-ই নয়, অভিষেক তাঁকে বিয়ের প্রস্তাবও দেন।
advertisement
5/5
ছোটবেলার গল্প বলে নিজেই অপ্রস্তুত হয়ে যান। একইসঙ্গে হেসেও ওঠেন নিজের সারল্যের কথা মনে করে। তবে সেই ঘটনার কথা বলে ক্ষমাও চান তিনি। খানিক অপরাধবোধেও ভোগেন অভিষেক। শৈশবের নির্বোধ মানসিকতাকেই দায়ী করেন অমিতাভ-পুত্র।
ছোটবেলার গল্প বলে নিজেই অপ্রস্তুত হয়ে যান। একইসঙ্গে হেসেও ওঠেন নিজের সারল্যের কথা মনে করে। তবে সেই ঘটনার কথা বলে ক্ষমাও চান তিনি। খানিক অপরাধবোধেও ভোগেন অভিষেক। শৈশবের নির্বোধ মানসিকতাকেই দায়ী করেন অমিতাভ-পুত্র।
advertisement
advertisement
advertisement