দারিদ্র্য ঠেলে দেয় পতিতাবৃত্তিতে ! বার ডান্সার হিসেবে কেটেছে দিন, এখন তিনিই বলিউডের হিট ছবির গল্প লেখেন, শগুফতাকে চেনেন?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গল্প বলার শখ তাঁকে মুম্বইয়ের মায়ানগরীতে নিয়ে আসে, যেখানে তিনি সুপারহিট ছবির গল্প লিখেছিলেন, ইমরান হাশমি এবং আদিত্য রায় কাপুরকে তারকাও বানিয়েছিল তাঁর লেখা ছবির গল্প।
সোশ্যাল মিডিয়ার যুগে বিখ্যাত হওয়া খুব সহজ, কিন্তু কেউ যদি জীবনের সংগ্রাম আর আসল সাফল্যের কাহিনী জানতে চান, তাহলে বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার শগুফতা রফিকের জীবনের দিকে তাকাতে হবে, যাঁর শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। সময়ের আঘাত তাঁকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়। তিনি তাঁর জীবনের একটা পর্যায় কাটিয়েছেন বার ডান্সার হিসেবেও, কিন্তু গল্প বলার শখ তাঁকে মুম্বইয়ের মায়ানগরীতে নিয়ে আসে, যেখানে তিনি সুপারহিট ছবির গল্প লিখেছিলেন, ইমরান হাশমি এবং আদিত্য রায় কাপুরকে তারকাও বানিয়েছিল তাঁর লেখা ছবির গল্প।
advertisement
শগুফতা রফিক 'উও লমহে', 'মার্ডার ২', 'জন্নত ২', 'আশিকি ২', 'জিসম ২' এবং 'রাজ ৩ডি'-র মতো সুপারহিট সব ছবির চিত্রনাট্য লিখেছিলেন। চলচ্চিত্রের জন্য লেখা গল্প অসাধারণ তো বটেই, তবে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা চলচ্চিত্রের চেয়ে কম নাটকীয় ছিল না।শগুফতাকে কলকাতার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কযুক্ত মহিলা দত্তক নিয়েছিলেন।
advertisement
DNAindia.com-এর একটি প্রতিবেদন অনুসারে, ব্যবসায়ীর মৃত্যুর পর শগুফতা এবং পরিবার সংগ্রাম করতে বাধ্য হয়েছিল। শগুফতার বয়স যখন ১১ বছর, তখন তিনি তাঁর মাকে সাহায্য করার জন্য প্রাইভেট পার্টিতে নাচতে শুরু করেন। সেই সময়ে শগুফতা প্রতি রাতে ৭০০ টাকা আয় করতেন। অনেক সময় আবার তাঁকে ৫০০ টাকায় এক মাস টিকে থাকতে হত।
advertisement
'আল জাজিরা'-র কাছে পুরনো দিনের কথা বলতে গিয়ে শগুফতা রফিক বলেন, অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম যে নারীরা কতটা অনিরাপদ। টাকাই নির্ধারণ করে কে সম্মানের যোগ্য আর কে নয়! শগুফতার বয়স যখন ১৭, তখন তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যাকে শগুফতা নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় বলে মনে করেন। স্থিতিশীলতা খুঁজে পেতে তিনি সেই খারাপ সম্পর্কে থেকে যান। যখন সেই ব্যক্তি চলে যান, তখন শগুফতাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হয়।
advertisement
অবশেষে, জীবিকা নির্বাহের জন্য তাঁকে বার বার ডান্সারের কাজ নিতে হয়। জীবনের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে শগুফতা বলেন, এটা একটা দুষ্টচক্র ছিল। এর থেকে বেরিয়ে আসা সহজ ছিল না, আমি পতিতাবৃত্তিতে আটকে পড়েছিলাম। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি বার ডান্সার হয়েছিলাম। তার পর আমি মুম্বই থেকে দুবাই পালিয়ে যাই। সমস্ত অসুবিধা সত্ত্বেও গল্প লেখার প্রতি তাঁর আগ্রহ কমেনি, কিন্তু বলিউডে বিরতি পাওয়া সহজ ছিল না।
advertisement
advertisement