Ira Khan Wedding: ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বনে মত্ত ইরা, আচমকা কেঁদে ফেললেন বাবা আমির, কারণটা কী?

Last Updated:
Ira Khan Wedding: এদিন দুই পরিবারের উপস্থিতিতে খ্রিস্টান মতে বিয়ে সারেন ইরা খান ও নূপুর শিখরে৷ ইরা ও নূপুরের চুম্বনের ভিডিওতে আমিরকে চোখ মুছতে দেখা গেছে৷
1/5
বি-টাউনে বিয়ের মরশুম৷  এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই মালা দিলেন ইরা খান৷
বি-টাউনে বিয়ের মরশুম৷ এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই মালা দিলেন ইরা খান৷
advertisement
2/5
১০ জানুয়ারি পরিবার ও আত্মীয়দের  নিয়ে চারহাত এক হল তাঁদের৷ তবে মেয়ের বিয়ে হতে না হতেই কেঁদে ফেললেন আমির খান৷ এদিন বিয়ের ভিডিও ভাইরাল হতেই আমিরকে চোখের জল মুছতে দেখা গেছে৷
১০ জানুয়ারি পরিবার ও আত্মীয়দের নিয়ে চারহাত এক হল তাঁদের৷ তবে মেয়ের বিয়ে হতে না হতেই কেঁদে ফেললেন আমির খান৷ এদিন বিয়ের ভিডিও ভাইরাল হতেই আমিরকে চোখের জল মুছতে দেখা গেছে৷
advertisement
3/5
এদিন দুই পরিবারের উপস্থিতিতে খ্রিস্টান মতে বিয়ে সারেন ইরা খান ও নূপুর শিখরে৷  বিয়ে করার পরই শপথ বাক্য পাঠ করেন তাঁরা৷ তারপরই একে অপরকে গভীর চুম্বন করেন৷ সেই ভাইরাল হওয়া ভিডিওতেই আর পাঁচজন সাধারণ বাবার মতো আমির খানকেও কাঁদতে দেখা গেছে৷
বি-টাউনে বিয়ের মরশুম৷  এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই মালা দিলেন ইরা খান৷
এদিন দুই পরিবারের উপস্থিতিতে খ্রিস্টান মতে বিয়ে সারেন ইরা খান ও নূপুর শিখরে৷ বিয়ে করার পরই শপথ বাক্য পাঠ করেন তাঁরা৷ তারপরই একে অপরকে গভীর চুম্বন করেন৷ সেই ভাইরাল হওয়া ভিডিওতেই আর পাঁচজন সাধারণ বাবার মতো আমির খানকেও কাঁদতে দেখা গেছে৷ বি-টাউনে বিয়ের মরশুম৷ এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই মালা দিলেন ইরা খান৷
advertisement
4/5
ইরা ও নূপুরের চুম্বনের ভিডিওতে আমিরকে চোখ মুছতে দেখা গেছে৷ এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ বিয়ের দিন সাদা রঙের গাউন পরেছিলেন ইরা খান৷ আমির খানকেও সাদা শার্ট ও কালো স্যুটে দেখা গিয়েছে৷ প্রথম সারিতে বসেই মেয়ের বিয়ে দেখেন আমির খান ও রীনা দত্ত৷
ইরা ও নূপুরের চুম্বনের ভিডিওতে আমিরকে চোখ মুছতে দেখা গেছে৷ এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ বিয়ের দিন সাদা রঙের গাউন পরেছিলেন ইরা খান৷ আমির খানকেও সাদা শার্ট ও কালো স্যুটে দেখা গিয়েছে৷ প্রথম সারিতে বসেই মেয়ের বিয়ে দেখেন আমির খান ও রীনা দত্ত৷
advertisement
5/5
উদয়পুর থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা খান৷ তবে বিয়ের ব্যস্ত শিডিউলের মধ্যে শরীরচর্চা বাদ রাখেননি তারা৷ ফিটনেস ফ্রিক স্বামীর সঙ্গে সেই ছবিও পোস্ট করেছেন ইরা খান৷
উদয়পুর থেকে বিয়ের নানা অনুষ্ঠান ও পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরা খান৷ তবে বিয়ের ব্যস্ত শিডিউলের মধ্যে শরীরচর্চা বাদ রাখেননি তারা৷ ফিটনেস ফ্রিক স্বামীর সঙ্গে সেই ছবিও পোস্ট করেছেন ইরা খান৷
advertisement
advertisement
advertisement