Ira Khan Wedding Reception: সচিন থেকে শাহরুখ! তারকাদের ভিড়ে হাজির ভুলে যাওয়া শিল্পীরাও, কিরণ বাদে সপরিবার আমিরের ছবি

Last Updated:
Ira Khan Wedding Reception: বলিউড জগতের সঙ্গে যুক্ত এমন অনেক শিল্পীকেও দেখা গেল এই পার্টিতে, যাঁরা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন আমিরের ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
1/14
মুম্বইয়ের বলিপাড়া সরগরম গত কয়েক সপ্তাহ ধরে। আমির খানের কন্যা ইরা খানের বিয়ে বলে কথা। নিজের জিম ট্রেনার নূপুর শিখারের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বলি তারকা। গত ৩ জানুয়ারি, সইসাবুদ করে বিয়ে সেরেছিলেন যুগলে। তারপর উদয়পুরে খ্রিস্টান মতে ধুমধাম করে বিয়ে হয়।
মুম্বইয়ের বলিপাড়া সরগরম গত কয়েক সপ্তাহ ধরে। আমির খানের কন্যা ইরা খানের বিয়ে বলে কথা। নিজের জিম ট্রেনার নূপুর শিখারের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বলি তারকা। গত ৩ জানুয়ারি, সইসাবুদ করে বিয়ে সেরেছিলেন যুগলে। তারপর উদয়পুরে খ্রিস্টান মতে ধুমধাম করে বিয়ে হয়।
advertisement
2/14
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়াল সেন্টারে বসেছিল ইরা ও নূপুরের গ্র্যান্ড রিসেপশন৷ উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিয়েছিলেন বলিউডের লেজেন্ড সায়রা বানু, রেখা, ধর্মেন্দ্র, জয়া বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ খান, সলমন খান-সহ প্রমুখ৷
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়াল সেন্টারে বসেছিল ইরা ও নূপুরের গ্র্যান্ড রিসেপশন৷ উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিয়েছিলেন বলিউডের লেজেন্ড সায়রা বানু, রেখা, ধর্মেন্দ্র, জয়া বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ খান, সলমন খান-সহ প্রমুখ৷
advertisement
3/14
লাল লহেঙ্গায় অপরূপ ইরা, কালো শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছে আমিরের জামাইকে।
লাল লহেঙ্গায় অপরূপ ইরা, কালো শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছে আমিরের জামাইকে।
advertisement
4/14
নূপুরের মা, নিজের শাশুড়ির সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন নববধূ।
নূপুরের মা, নিজের শাশুড়ির সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন নববধূ।
advertisement
5/14
ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানি ডান্ডেকরও আমিরের মেয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন ফারহানের বোন পরিচালক জোয়া আখতার।
ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানি ডান্ডেকরও আমিরের মেয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন ফারহানের বোন পরিচালক জোয়া আখতার।
advertisement
6/14
দুই প্রাক্তন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর আলাদা আলাদা এলেন ইরার বিয়েতে। ছবি তুললেন আলাদাই।
দুই প্রাক্তন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর আলাদা আলাদা এলেন ইরার বিয়েতে। ছবি তুললেন আলাদাই।
advertisement
7/14
বলিউড জগতের সঙ্গে যুক্ত এমন অনেক শিল্পীকেও দেখা গেল এই পার্টিতে, যাঁরা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন আমিরের ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
বলিউড জগতের সঙ্গে যুক্ত এমন অনেক শিল্পীকেও দেখা গেল এই পার্টিতে, যাঁরা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন আমিরের ভাগ্নে ইমরান খান। সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন।
advertisement
8/14
টিভি এবং বড়পর্দার নায়িকা শ্রুতি শেঠ উপস্থিত ছিলেন আমিরের মেয়ের রিসেপশন পার্টিতে। পোজ দিতেও দেখা গিয়েছে স্বামীর সঙ্গে। যদিও দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তিনি।
টিভি এবং বড়পর্দার নায়িকা শ্রুতি শেঠ উপস্থিত ছিলেন আমিরের মেয়ের রিসেপশন পার্টিতে। পোজ দিতেও দেখা গিয়েছে স্বামীর সঙ্গে। যদিও দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তিনি।
advertisement
9/14
আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও গরহাজির থাকলেও দেখা গেল ইরার সৎ ভাই, কিরণ-পুত্র আজাদ রাও এবং নিজের ভাই জুনেইদ উপস্থিত ছিলেন৷
আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও গরহাজির থাকলেও দেখা গেল ইরার সৎ ভাই, কিরণ-পুত্র আজাদ রাও এবং নিজের ভাই জুনেইদ উপস্থিত ছিলেন৷
advertisement
10/14
ইরার বিয়েতে দেখা দিলেন অভিনেতা রণদীপ হুডা। সঙ্গে তাঁর নববধূ লিন।
ইরার বিয়েতে দেখা দিলেন অভিনেতা রণদীপ হুডা। সঙ্গে তাঁর নববধূ লিন।
advertisement
11/14
প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গে ইরার বিয়ের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে মেয়ে রেনে।
প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গে ইরার বিয়ের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে মেয়ে রেনে।
advertisement
12/14
মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে উপস্থিত হলেন জয়া বচ্চন। সোনালি বেন্দ্রে ছবি তুললেন তাঁদের সঙ্গে।
মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে উপস্থিত হলেন জয়া বচ্চন। সোনালি বেন্দ্রে ছবি তুললেন তাঁদের সঙ্গে।
advertisement
13/14
বলিউডে ইরা খানের পার্টিতে দেখা গিয়েছিল 'অ্যানিমাল' অভিনেতা অনিল কাপুরকে। তাঁর সঙ্গে ছবি তুললেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য়।
বলিউডে ইরা খানের পার্টিতে দেখা গিয়েছিল 'অ্যানিমাল' অভিনেতা অনিল কাপুরকে। তাঁর সঙ্গে ছবি তুললেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য়।
advertisement
14/14
পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিকেট বিশ্বের তারকা সচিন টেন্ডুলকারও।
পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিকেট বিশ্বের তারকা সচিন টেন্ডুলকারও।
advertisement
advertisement
advertisement