Aamir Khan Daughter Ira Khan Marriage: বাবা আমিরের থেকেও বড়লোক বর? বিবাহিত আমির কন্যা ইরা খান ও তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তি পরিমাণ জানুন

Last Updated:
Ira Khan and Nupur Shikhare Net Worth 2023: বলিউডের অন্যান্য খানের থেকে আমির যেমন একটু হটকে, তেমনই তাঁর পরিবার৷ আমিরের প্রথম পক্ষের মেয়ে ও ছেলে কেউই ক্যামেরার সামনে আসেননি৷ তবে ইরা এবং তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তির পরিমাণ আমিরের থেকেও বেশি বলে জানা গিয়েছে৷
1/9
সদ্য বিয়ে হল আমির কন্যা ইরা খানের৷ ইরার স্বামী নুপূর শিখারে একজন সেলিব্রিটি ফিটনেস কোচ৷ আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের সন্তান ইরা৷ রীনা সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমির আবার বিয়ে করেন কিরণ রাওকে৷ গোটা পরিবারই উপস্থিত ছিল এই বিয়েতে৷
সদ্য বিয়ে হল আমির কন্যা ইরা খানের৷ ইরার স্বামী নুপূর শিখারে একজন সেলিব্রিটি ফিটনেস কোচ৷ আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের সন্তান ইরা৷ রীনা সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমির আবার বিয়ে করেন কিরণ রাওকে৷ গোটা পরিবারই উপস্থিত ছিল এই বিয়েতে৷
advertisement
2/9
বলিউডের অন্যান্য খানের থেকে আমির যেমন একটু হটকে, তেমনই তাঁর পরিবার৷ আমিরের প্রথম পক্ষের মেয়ে ও ছেলে কেউই ক্যামেরার সামনে আসেননি৷ তবে ইরা এবং তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তির পরিমাণ আমিরের থেকেও বেশি বলে জানা গিয়েছে৷ জেনে নিন কত তাঁদের সম্পত্তি?
বলিউডের অন্যান্য খানের থেকে আমির যেমন একটু হটকে, তেমনই তাঁর পরিবার৷ আমিরের প্রথম পক্ষের মেয়ে ও ছেলে কেউই ক্যামেরার সামনে আসেননি৷ তবে ইরা এবং তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তির পরিমাণ আমিরের থেকেও বেশি বলে জানা গিয়েছে৷ জেনে নিন কত তাঁদের সম্পত্তি?
advertisement
3/9
সোশ্যাল মিডিয়ায় ডিপ্রেশনের কথা বলেন ইরা৷ এভাবেই তাঁর পরিচিতি ঘটে সাধারণের সঙ্গে৷ সুপারস্টার কন্যাও যে ডিপ্রেশনে চলে গেলেন তা নিয়ে অনেকেই অবাক হন। তারপরে ইরা তাঁর সংগ্রামের গল্প শোনান সকলকে৷ তিনি বোঝান যে গ্ল্যামারের পিছনে ছোটাই সবকিছু সবসময় স্বপ্ন নয়।
সোশ্যাল মিডিয়ায় ডিপ্রেশনের কথা বলেন ইরা৷ এভাবেই তাঁর পরিচিতি ঘটে সাধারণের সঙ্গে৷ সুপারস্টার কন্যাও যে ডিপ্রেশনে চলে গেলেন তা নিয়ে অনেকেই অবাক হন। তারপরে ইরা তাঁর সংগ্রামের গল্প শোনান সকলকে৷ তিনি বোঝান যে গ্ল্যামারের পিছনে ছোটাই সবকিছু সবসময় স্বপ্ন নয়।
advertisement
4/9
স্টারকিড ইরা ইন্টারনেটে প্রচুর সমর্থন পান তাঁর এই বক্তব্যের পর। তিনি মানসিক সুস্থতার জন্য কাজ শুরু করেন৷ ইরার বয়স ২৭ বছর এবং এই বয়সে তিনি অনেক কিছু করেছেন।
স্টারকিড ইরা ইন্টারনেটে প্রচুর সমর্থন পান তাঁর এই বক্তব্যের পর। তিনি মানসিক সুস্থতার জন্য কাজ শুরু করেন৷ ইরার বয়স ২৭ বছর এবং এই বয়সে তিনি অনেক কিছু করেছেন।
advertisement
5/9
এখন ইরা খানের মোট সম্পদের কথা জেনে নেওয়া যাক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির ১৮৬২ কোটি টাকা৷ এর কিছু অংশ উত্তরাধিকার সূত্রে পাবেন ইরা৷ যার মোট মূল্য প্রায় ৪.৯ কোটি টাকা। ইরা জোয়া আখতারের প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছিলেন৷ তারপরে তিনি প্রাচীন গ্রিক ট্র্যাজেডির উপর একটি নাটক পরিচালনা করেছিলেন যেখানে তাঁর ভাই জুনাইদ খান মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আগাতসু নামে একটি এনজিওও প্রতিষ্ঠা করেছেন ইরা, যা মানসিক স্বাস্থ্যের উপর কাজ করে৷
এখন ইরা খানের মোট সম্পদের কথা জেনে নেওয়া যাক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির ১৮৬২ কোটি টাকা৷ এর কিছু অংশ উত্তরাধিকার সূত্রে পাবেন ইরা৷ যার মোট মূল্য প্রায় ৪.৯ কোটি টাকা। ইরা জোয়া আখতারের প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছিলেন৷ তারপরে তিনি প্রাচীন গ্রিক ট্র্যাজেডির উপর একটি নাটক পরিচালনা করেছিলেন যেখানে তাঁর ভাই জুনাইদ খান মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আগাতসু নামে একটি এনজিওও প্রতিষ্ঠা করেছেন ইরা, যা মানসিক স্বাস্থ্যের উপর কাজ করে৷
advertisement
6/9
ইরার স্বামী নূপুর ফিটনেস কোচ৷ তিনি সুস্মিতা সেন, পুলকিত সম্রাট, রানা দাগ্গুবতী এবং অন্যান্যদের মতো সেলিব্রিটিদের ট্রেনিং দিয়েছেন তবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ছিলেন আমির খান৷ ২০২০ সালে আমিরকে ট্রেন করাতেন নুপূর৷ তাঁর মা প্রীতম শিখরে একজন বিখ্যাত কথক নৃত্যশিল্পী। নূপুরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮.২ কোটি টাকা।
ইরার স্বামী নূপুর ফিটনেস কোচ৷ তিনি সুস্মিতা সেন, পুলকিত সম্রাট, রানা দাগ্গুবতী এবং অন্যান্যদের মতো সেলিব্রিটিদের ট্রেনিং দিয়েছেন তবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ছিলেন আমির খান৷ ২০২০ সালে আমিরকে ট্রেন করাতেন নুপূর৷ তাঁর মা প্রীতম শিখরে একজন বিখ্যাত কথক নৃত্যশিল্পী। নূপুরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮.২ কোটি টাকা।
advertisement
7/9
লকডাউনের সময় থেকে তাঁদের প্রেম৷ ২০২১ সালে দু’জন দু’জনকে নিয়ে সুন্দর পোস্ট করেছিলেন এবং প্রেমের বিষয়টি জানান৷
লকডাউনের সময় থেকে তাঁদের প্রেম৷ ২০২১ সালে দু’জন দু’জনকে নিয়ে সুন্দর পোস্ট করেছিলেন এবং প্রেমের বিষয়টি জানান৷
advertisement
8/9
নূপুর আমির খানকেও প্রশিক্ষণ দিতেন ফলে জামাইকে খুব ভাল করে চেনেন আমির৷ এবং অভিনেতাও তাঁর জামাইকে খুব পছন্দ করেন।ইরা খান এবং নূপুর শিখরে বি-টাউনের অন্যান্য তারকা দম্পতিদের তুলনায় লো প্রোফাইল হতে পারেন তবে তাঁদের সুন্দর সম্পর্ক অবশ্যই অমূল্য।
নূপুর আমির খানকেও প্রশিক্ষণ দিতেন ফলে জামাইকে খুব ভাল করে চেনেন আমির৷ এবং অভিনেতাও তাঁর জামাইকে খুব পছন্দ করেন।ইরা খান এবং নূপুর শিখরে বি-টাউনের অন্যান্য তারকা দম্পতিদের তুলনায় লো প্রোফাইল হতে পারেন তবে তাঁদের সুন্দর সম্পর্ক অবশ্যই অমূল্য।
advertisement
9/9
নূপুর শিখরে এবং ইরা খানের মোট সম্পদের কথা বলি, তাহলে তাদের দুজনেরই সম্মিলিত মোট সম্পদ ১২ কোটি টাকারও বেশি। তাঁদের সামেন রয়েছে গোটা ভবিষ্যৎ এবং নিজ নিজে ক্ষেত্রে তাঁরা যে আরও উন্নতি করবে, সেটা বলাই বাহুল্য৷
নূপুর শিখরে এবং ইরা খানের মোট সম্পদের কথা বলি, তাহলে তাদের দুজনেরই সম্মিলিত মোট সম্পদ ১২ কোটি টাকারও বেশি। তাঁদের সামেন রয়েছে গোটা ভবিষ্যৎ এবং নিজ নিজে ক্ষেত্রে তাঁরা যে আরও উন্নতি করবে, সেটা বলাই বাহুল্য৷
advertisement
advertisement
advertisement