Aamir Khan Daughter Ira Khan Marriage: বাবা আমিরের থেকেও বড়লোক বর? বিবাহিত আমির কন্যা ইরা খান ও তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তি পরিমাণ জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Ira Khan and Nupur Shikhare Net Worth 2023: বলিউডের অন্যান্য খানের থেকে আমির যেমন একটু হটকে, তেমনই তাঁর পরিবার৷ আমিরের প্রথম পক্ষের মেয়ে ও ছেলে কেউই ক্যামেরার সামনে আসেননি৷ তবে ইরা এবং তাঁর স্বামী নুপূর শিখারের সম্পত্তির পরিমাণ আমিরের থেকেও বেশি বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
এখন ইরা খানের মোট সম্পদের কথা জেনে নেওয়া যাক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আমির খানের মোট সম্পত্তির ১৮৬২ কোটি টাকা৷ এর কিছু অংশ উত্তরাধিকার সূত্রে পাবেন ইরা৷ যার মোট মূল্য প্রায় ৪.৯ কোটি টাকা। ইরা জোয়া আখতারের প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছিলেন৷ তারপরে তিনি প্রাচীন গ্রিক ট্র্যাজেডির উপর একটি নাটক পরিচালনা করেছিলেন যেখানে তাঁর ভাই জুনাইদ খান মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আগাতসু নামে একটি এনজিওও প্রতিষ্ঠা করেছেন ইরা, যা মানসিক স্বাস্থ্যের উপর কাজ করে৷
advertisement
ইরার স্বামী নূপুর ফিটনেস কোচ৷ তিনি সুস্মিতা সেন, পুলকিত সম্রাট, রানা দাগ্গুবতী এবং অন্যান্যদের মতো সেলিব্রিটিদের ট্রেনিং দিয়েছেন তবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ছিলেন আমির খান৷ ২০২০ সালে আমিরকে ট্রেন করাতেন নুপূর৷ তাঁর মা প্রীতম শিখরে একজন বিখ্যাত কথক নৃত্যশিল্পী। নূপুরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮.২ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement