90s Highest Paid Actresses: শ্রীদেবী, মাধুরী থেকে কাজল! ৯০-এর দশকে কোটি টাকার বেশি পেতেন কে জানেন? অবাক হবেন

Last Updated:
90s Highest Paid Actresses: বলিউডে ৯০ দশকে রাজ করেছেন এই নায়িকারা! তাই বলে সে সময় কোটি টাকা পেতেন না নায়করাও! জানুন
1/6
৯০ দশক মানেই একের পর রোমান্টিক ছবি। আর সে সময় বলিউডে রাজ করতেন শ্রীদেবী, মাধুরী দিক্ষিত, জুহি চাওলা, কাজল, করিশ্মা কাপুর! এই পাঁচ নায়িকা ৯০-এর দশকে সব থেকে বেশি হিট ছবি দিয়েছেন। কাজল, মাধুরী এখনও অভিনয় করছেন। তবে জানেন কী এদের মধ্যে সব থেকে বেশি টাকা কে নিতেন? অবাক হবেন! photo source collected
৯০ দশক মানেই একের পর রোমান্টিক ছবি। আর সে সময় বলিউডে রাজ করতেন শ্রীদেবী, মাধুরী দিক্ষিত, জুহি চাওলা, কাজল, করিশ্মা কাপুর! এই পাঁচ নায়িকা ৯০-এর দশকে সব থেকে বেশি হিট ছবি দিয়েছেন। কাজল, মাধুরী এখনও অভিনয় করছেন। তবে জানেন কী এদের মধ্যে সব থেকে বেশি টাকা কে নিতেন? অবাক হবেন! photo source collected
advertisement
2/6
৯০-এর দশকে একের পর এক হিট ছবি আছে শ্রীদেবীর। যেমন 'সদমা', 'নাগিনা', 'খুদা গাওয়া', 'লমহে'- আরও অনেক! এই সময় প্রথম দিকে শ্রীদেবী কম টাকা পেলেও ছবি হিট হতেই ৬০ লক্ষটাকা করে নিতেন তিনি প্রতি ছবি! তবে শেষের দিকে তিনি প্রতি ছবি ১ কোটি টাকা নিতেন!photo source collected
৯০-এর দশকে একের পর এক হিট ছবি আছে শ্রীদেবীর। যেমন 'সদমা', 'নাগিনা', 'খুদা গাওয়া', 'লমহে'- আরও অনেক! এই সময় প্রথম দিকে শ্রীদেবী কম টাকা পেলেও ছবি হিট হতেই ৬০ লক্ষটাকা করে নিতেন তিনি প্রতি ছবি! তবে শেষের দিকে তিনি প্রতি ছবি ১ কোটি টাকা নিতেন!photo source collected
advertisement
3/6
মাধুরী দিক্ষিত! শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলের নায়িকা হয়েছেন তিনি। 'দিল তো পাগল হ্যায়', 'তেজাব', 'দিল', 'সাজন'-এর মতো অজস্র হিট ছবি আছে তাঁর। তবে প্রথমে মাধুরী প্রতি ছবি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা নিতেন। কিন্তু তিনি সুপারহিট হওয়ার পর মাধুরী নিতেন ২ কোটি ৭০ লক্ষ টাকা! photo source collected
মাধুরী দিক্ষিত! শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলের নায়িকা হয়েছেন তিনি। 'দিল তো পাগল হ্যায়', 'তেজাব', 'দিল', 'সাজন'-এর মতো অজস্র হিট ছবি আছে তাঁর। তবে প্রথমে মাধুরী প্রতি ছবি ২৫ থেকে ৩০ লক্ষ টাকা নিতেন। কিন্তু তিনি সুপারহিট হওয়ার পর মাধুরী নিতেন ২ কোটি ৭০ লক্ষ টাকা! photo source collected
advertisement
4/6
জুহি চাওলা ৯০-এর দশকের মিষ্টি নায়িকা! আমির খান, শাহরুখ খানের সঙ্গে বহু হিট ছবি আছে তাঁর। যেমন 'হাম হে রাহি পেয়ার কে', 'ডর', 'লুটেরে' এমন অনেক। তবে জুহি চাওলা সে সময় প্রতি ছবি পিছু পেতেন ২০ লাখ টাকা! সর্বশেষ ২৫ থেকে ৪০ লাখের মধ্যেই থেকেছে জুহির সিনেমা প্রতি টাকার পরিমাণ!photo source collected
জুহি চাওলা ৯০-এর দশকের মিষ্টি নায়িকা! আমির খান, শাহরুখ খানের সঙ্গে বহু হিট ছবি আছে তাঁর। যেমন 'হাম হে রাহি পেয়ার কে', 'ডর', 'লুটেরে' এমন অনেক। তবে জুহি চাওলা সে সময় প্রতি ছবি পিছু পেতেন ২০ লাখ টাকা! সর্বশেষ ২৫ থেকে ৪০ লাখের মধ্যেই থেকেছে জুহির সিনেমা প্রতি টাকার পরিমাণ!photo source collected
advertisement
5/6
কাজল আর শাহরুখ খান এদের জুটি শুরু সেই 'বাজিগর' থেকে। 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' হিট হওয়ার পর থেকেই এক ধাক্কায় বেড়ে যায় কাজলের পারিশ্রমিক! কাজল প্রতি ছবি নিতেন ৫০ থেকে ৭০ লাখ টাকা! তবে 'কুছ কুছ হোতা হ্যায়', 'পেয়ার তো হোনা হি থা', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'-এই সব ছবি থেকে কাজল ১ কোটি করে পারিশ্রমিক নিতে শুরু করেন! photo source collected
কাজল আর শাহরুখ খান এদের জুটি শুরু সেই 'বাজিগর' থেকে। 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' হিট হওয়ার পর থেকেই এক ধাক্কায় বেড়ে যায় কাজলের পারিশ্রমিক! কাজল প্রতি ছবি নিতেন ৫০ থেকে ৭০ লাখ টাকা! তবে 'কুছ কুছ হোতা হ্যায়', 'পেয়ার তো হোনা হি থা', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'-এই সব ছবি থেকে কাজল ১ কোটি করে পারিশ্রমিক নিতে শুরু করেন! photo source collected
advertisement
6/6
করিশ্মা কাপুর বলিউডের আর এক উজ্জ্বল তারকা। গোবিন্দার সঙ্গে ছিল তাঁর সব থেকে বেশি হিট ছবি। করিশ্মা প্রতি ছবি থেকে ৫০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত নিতেন। তবে 'বিবি নম্বর ওয়ান', 'দিল তো পাগল হ্যায়' 'হাম সাথ সাথ হ্যায়'-এই সব ছবি থেকে তিনি ১ কোটি টাকা করে নিতে শুরু করেন প্রতি ছবি! photo source collected
করিশ্মা কাপুর বলিউডের আর এক উজ্জ্বল তারকা। গোবিন্দার সঙ্গে ছিল তাঁর সব থেকে বেশি হিট ছবি। করিশ্মা প্রতি ছবি থেকে ৫০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত নিতেন। তবে 'বিবি নম্বর ওয়ান', 'দিল তো পাগল হ্যায়' 'হাম সাথ সাথ হ্যায়'-এই সব ছবি থেকে তিনি ১ কোটি টাকা করে নিতে শুরু করেন প্রতি ছবি! photo source collected
advertisement
advertisement
advertisement