Bollywood: ভোজপুরি সহ নানা আঞ্চলিক ভাষায় কাজ করেছেন এই বলি তারকারা !
- Published by:Piya Banerjee
Last Updated:
বলিউডের তারকারা কিন্তু হিন্দির পাশাপাশি আঞ্চলিক ছবিতে অভিনয়েও নজর কেড়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা!
বলিউড হালফিলে বহু আঞ্চলিক ভাষার ছবি হিন্দিতে রিমেক করছে। তাও আঞ্চলিক ভাষার ছবি নিয়ে খুব একটা সচেতন নন সর্বভারতীয় দর্শকের একটা বড় অংশই! এখনও অনেকে দক্ষিণী, মরাঠি, ভোজপুরি, পঞ্জাবি ছবি দেখতে স্বচ্ছন্দ বোধ করেন না। কিন্তু বলিউডের তারকারা কিন্তু হিন্দির পাশাপাশি আঞ্চলিক ছবিতে অভিনয়েও নজর কেড়েছেন। যেমন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) তাঁর কেরিয়ার শুরুই করেছিলেন আঞ্চলিক ছবি দিয়ে। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ইরুবর (Iruvar), পরের বছরে তামি ছবি জিন্স (Jeans)। এর পর বাংলা ছবি চোখের বালির (Chokher Bali) কথাও বলতে হয়। বর্তমানেও নায়িকা আঞ্চলিক ছবি পন্নিইন সেলভানের (Ponnyin Selvan) কাজে ব্যস্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
কঙ্কণা সেন শর্মার (Konkona Sen Sharma) আঞ্চলিক ভাষার ছবি অবশ্য শুধু বাংলা ভাষার ছবিতেই সীমাবদ্ধ। মা অপর্ণা সেনের (Aparna Sen) পরিচালনায় গয়নার বাক্স (Goynar Baksho), ঋতুপর্ণ ঘোষের (c) পরিচালনায় তিতলি (Titli)- তালিকা বাড়বে বই কমবে না! বাংলা ছবিতে আত্মপ্রকাশ করে তার পর বলিউডে কদম শক্ত করেন এই নায়িকা।
advertisement
advertisement
advertisement