হোম » ছবি » বিনোদন » ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! রইল ওই বছরের হিট ছবির তালিকা

১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

  • 16

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    নব্বইয়ের দশকে বলিউডে এমন কিছু ছবি তৈরি হয়েছিল, যা বক্স অফিসে তোলপাড় তো ফেলে দিয়েছিলই, সেই সঙ্গে জন্ম দিয়েছিল বহু তারকারই। সেই সময়কার বহু ছবিই আজও ভক্তদের মনে রাজত্ব করছে। আজ ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি ছবির গল্পই বলা যাক, যেগুলি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। এমনকী বেশ কয়েকটি ছবি তো সর্বোচ্চ উপার্জনকারী ছবির তকমা অর্জন করেছিল।

    MORE
    GALLERIES

  • 26

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    হম: অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দা অভিনীত ছবি ‘হম’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালের ২৫ জানুয়ারি। এই ছবিটি বক্স অফিসে বেশ ভাল সাড়া ফেলে দিয়েছিল। এই ছবিটি দর্শকরা বেশ পছন্দও করেছিল। এমনকী আজও এই ছবি নিয়ে চর্চা হয়। এখানেই শেষ নয়, ‘হম’ ছবিটি ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছবি। এই ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল ১৬.৮ কোটি টাকা।

    MORE
    GALLERIES

  • 36

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    সাজন: ১৯৯১ সালের ৩০ অগাস্ট মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত, সলমন খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘সাজন’। মুক্তির পর থেকেই বক্স অফিসে আধিপত্য বিস্তার করে ছবিটি। এই ছবির গানও ভক্তরা পছন্দ করেছিলেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এই ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল প্রায় ১৮ কোটি টাকা। আর এই ছবিটিই ছিল সেই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবি।

    MORE
    GALLERIES

  • 46

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    সওদাগর: রাজ কুমার, দিলীপ কুমার, মণীষা কৈরালা, বিবেক মুশরান অভিনীত ছবি ‘সওদাগর’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালের ৯ অগাস্ট। মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল ছবিটি। এই ছবির গানগুলো আজও মানুষের মনে তরতাজা। ‘সওদাগর’ ছিল ওই বছরের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছবি। মোট বক্স অফিসে কালেকশন ছিল প্রায় ১৫.৭৫ কোটি টাকা।

    MORE
    GALLERIES

  • 56

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    যোধা: ১৯৯১ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল সানি দেওল, সঞ্জয় দত্ত, সঙ্গীতা বিজলানি অভিনীত ছবি ‘যোধা’। এই ছবিটিও দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছিল। ছবিটি মুক্তির পর বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল। ১৯৯১ সালের চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী করা ছবি ছিল এটি। এই ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল প্রায় ১২.৫ কোটি টাকা।

    MORE
    GALLERIES

  • 66

    ১৯৯১ সালে বক্স অফিসে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে! একসঙ্গে এত হিট! রইল ওই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকা

    ফুল অউর কাঁটে: ১৯৯১ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অজয় দেবগণ। ১৯৯১ সালে ২২ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘ফুল অউর কাঁটে’। এই ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন অজয় দেবগণ। অ্যাকশনে ভরপুর এই ছবিটি সাড়া ফেলে দিয়েছিল। ওই বছরের পঞ্চম সর্বোচ্চ উপার্জনকারী ছবি ছিল এটি। এর মোট বক্স অফিস কালেকশন ছিল প্রায় ১২ কোটি টাকা।

    MORE
    GALLERIES