Films Banned: বোল্ড সিন, সাহসী বিষয়ের জন্য মুক্তি পায়নি ৫টি ছবি! এখন OTT কাঁপাচ্ছে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কোন কোন ছবিতে রয়েছে এমন দৃশ্য যা সকলের সঙ্গে বসে দেখার অনুমতিই মেলেনি, জেনে নিন৷
ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ায় বন্ধ হয় মুক্তি৷ বোল্ড সিন বা সাহসী দৃশ্যের ফলে এই ছবিগুলি হলে মুক্তি পায়নি৷ শুধুমাত্র ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এগুলো৷ পরে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিগুলি দেখে সকলেই প্রসংশা করেন৷ কোন কোন ছবিতে রয়েছে এমন দৃশ্য যা সকলের সঙ্গে বসে দেখার অনুমতিই মেলেনি, জেনে নিন৷
advertisement
advertisement
Garbage: কৌশিক মুখোপাধ্যায় পরিচালিত এই নাটকটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ত্রিমলা অধিকারী, তন্ময় ধনানিয়া, শ্রুতি বিশ্ববান, সতরূপা দাস এবং সচিথ পুরাণিক প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এটি ৬৮তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে প্রদর্শিত হয়েছিল৷ এক গোয়ার ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করা ব্যক্তির গল্প৷ খুব সাহসী বিষয়বস্তুর কারণে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবে এখন একটি ওটিটি-তে দেখা যাবে।
advertisement
advertisement
Angry Indian Goddesses: প্যান নলিন পরিচালিত, এই ছবি জঙ্গল বুক এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরব ধিংরা এবং প্যান নলিন প্রযোজনায় তৈরি হয়। ২০১৫ সালে মুক্তি এই ছবি। আদিল হুসেন, সন্ধ্যা মৃদুল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সারা-জেন ডায়াস, আনুশকা কাচন্দা, অমৃত মাঘেরা, রাজশ্রী দেশপান্ডে এবং পাভলিন গুজরাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ২০১৫ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ স্ক্রীনিং হয়। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সাহসী বিষয়বস্তুর কারণে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবে এখন এটি OTT-তেও দেখা যাচ্ছে৷
advertisement