Bollywood Actor: ৩০৮ জন প্রেমিকা, তিনবার বিয়ে, একাধিকবার 'সহবাস'-এর পরও প্রেমে ব্যর্থ বলিউডের এই নায়ক! কে বলুন তো?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: একাধিক নারীসঙ্গের জন্যই সর্বদাই লাইমলাইটে থাকেন সঞ্জয় দত্ত৷ বায়োপিক সঞ্জুর হাত ধরে সঞ্জয় দত্ত-এর রঙিন জীবনের কাহিনি আজ কারও অজানা নয়।
advertisement
advertisement
advertisement
একাধিক নারীসঙ্গের জন্যই সর্বদাই লাইমলাইটে থাকেন সঞ্জয় দত্ত৷ বায়োপিক সঞ্জুর হাত ধরে সঞ্জয় দত্ত-এর রঙিন জীবনের কাহিনি আজ কারও অজানা নয়। সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তার জীবনে কম বেশী মিলিয়ে ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু এটা জানলে অবাক হবেন এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু বলিউড অভিনেত্রীরাও ছিলেন৷
advertisement
শুনতে অবাক লাগলেও সঞ্জয় দত্ত-এর জীবনে যতজন নারীরা এসেছিলেন তাঁর মধ্যে রয়েছেন বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেত্রীরা। যারা এক সময় বি-টাউনে রাজত্ব করেছেন। এই তালিকায় প্রথমেই আছেন সঞ্জয় দত্ত-এর তথাকথিত প্রথম বলিউডের প্রেমিকা টিনা মুনিম। যাঁর চরিত্রে সঞ্জু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সোনম কাপুর-কে।
advertisement
advertisement
সঞ্জয় দত্ত-এর সঙ্গে একসঙ্গে খুব একটা সময় না থাকলেও এই সুপার মডেল সঞ্জয় দত্তর প্রথম স্ত্রী ছিলেন । বেশ কিছুদিন ডেট করার পর বিয়ে করেন তাঁরা। সঞ্জয় দত্ত এবং রিচা শর্মার মেয়ে ত্রিশলা। দুর্ভাগ্যবশত, ক্যানসারে মৃত্যু হয় রিচা শর্মার। তারপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন। দেশ-বিদেশেও প্রায় বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছিল এই যুগল-কে। কিন্তু খুব বেশিদিন এই সম্পর্ক স্থায়ী হয়নি।
advertisement
advertisement