TMC Sujata Mondal: ভেঙেছে বিয়ে, কিন্তু বেড়েছে সম্পত্তি! তৃণমূল প্রার্থী সুজাতা যেন সোনায় মোড়া, এত টাকা! তুমুল চাঞ্চল্য
- Reported by:Nilanjan Banerjee
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
TMC Sujata Mondal: পাঁচ অর্থবর্ষে মোট আয় ১৩ লক্ষ ৭০ হাজার ৯০ টাকা। হাতে নগদ টাকা রয়েছে ১৮,০০০।
*বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। নতুন ধরনের প্রচার করে জনপ্রিয় হয়ে উঠেছেন মহিলা প্রার্থী। বাঁকুড়ার মাটিকে প্রণাম করে সুজাতা জমা করেছেন নমিনেশন। ইতিমধ্যেই বলেছেন, 'ভোটে জেতালে নাচতে নাচতে আসব।' সুজাতা মণ্ডলের হলফনামায় উল্লেখ করা আছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*হলফনামা অনুযায়ী দুটি যানবাহনের মালিক সুজাতা মণ্ডল, যার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড ৩ লক্ষ ৮০ হাজার টাকার চারচাকা এবং ৫৫ হাজার টাকার স্কুটি রয়েছে। সুজাতা মণ্ডলের কাছে সোনা রয়েছে প্রায় ৪০০ গ্রাম, যার হলফনামা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত বর্তমান মূল্য হল ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। বিনিয়োগ এবং অস্থাবর সম্পত্তির মূল্য ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা ৮২ পয়সা। সংগৃহীত ছবি।
advertisement







