Meghalaya Election: নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা

Last Updated:
বিশেষভাবে সক্ষমদের জন্যও থাকছে এই ব্যবস্থা৷
1/5
এবার মেঘালয় জুড়ে থাকবে হোম ভোটিং৷ বৃদ্ধ এবং অসমর্থ ব্যক্তিরা ঘরে বসে ভোট দেওয়ার সুবিধা পাবেন। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷
এবার মেঘালয় জুড়ে থাকবে হোম ভোটিং৷ বৃদ্ধ এবং অসমর্থ ব্যক্তিরা ঘরে বসে ভোট দেওয়ার সুবিধা পাবেন। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
2/5
বুধবার প্রবীণ নাগরিকেরা হোম ভোটিং অনুশীলন করেন৷
বুধবার প্রবীণ নাগরিকেরা হোম ভোটিং অনুশীলন করেন৷
advertisement
3/5
সমগ্র বিষয়টি হাতে ধরে শেখানো হয় তাঁদের৷ কোনও ভোটার যেন বাদ না থাকেন সেই দিকটি সুনিশ্চিত করতে দুর্গম এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে বিশেষ দল৷
সমগ্র বিষয়টি হাতে ধরে শেখানো হয় তাঁদের৷ কোনও ভোটার যেন বাদ না থাকেন সেই দিকটি সুনিশ্চিত করতে দুর্গম এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে বিশেষ দল৷
advertisement
4/5
প্রসঙ্গত এবার মেঘালয়ের মহিলা ভোটারদের উপরে বিশেষ নজর বিজেপি-র। বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের WE card-এর পালটা এবার বিজেপির 'স্পেশাল স্কিম'। স্বামীহীনা ও একা মায়েদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। বছরে ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। আর কন্যাসন্তান জন্মালেই এককালীন ৫০ হাজার টাকা। বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার।
প্রসঙ্গত এবার মেঘালয়ের মহিলা ভোটারদের উপরে বিশেষ নজর বিজেপি-র। বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের WE card-এর পালটা এবার বিজেপির 'স্পেশাল স্কিম'। স্বামীহীনা ও একা মায়েদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। বছরে ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। আর কন্যাসন্তান জন্মালেই এককালীন ৫০ হাজার টাকা। বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার।
advertisement
5/5
প্রসঙ্গত, ত্রিপুরার বিধানসভা ভোটেও প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এই বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ত্রিপুরার বিধানসভা ভোটেও প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এই বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
advertisement
advertisement