UPSC English Preparation: UPSC CSAT নিয়ে আর চিন্তা নেই, এই ট্রিকে ৫০ শতাংশ নম্বর একদম হাতের মুঠোয়!
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
UPSC English Preparation: কোচিং বিশেষজ্ঞ এই বিষয়ে জানিয়েছেন যে, এটা খুব একটা কঠিন নয়। প্রস্তুতির সময়ে শুধু কিছু জিনিস বুঝতে হবে ও তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। টিপস ও ট্রিকস জানুন
যখন UPSC-এর কথা ওঠে, তখন প্রথমেই যেটা মাথায় আসে তা হল CSAT। কারণ যতক্ষণ না CSAT ক্লিয়ার করা যাবে, ততক্ষণ প্রিলিমস পাস করা যাবে না। CSAT-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইংলিশ কম্প্রিহেনসিভ। শুধুমাত্র এর থেকেই ১৫ থেকে ১৮টি প্রশ্ন আসতে পারে। এর মানে হল, কেউ যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়ে আসতে পারে তাহলে খুব সহজেই ৫০% নম্বর পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
- ইংরেজি খবরের কাগজ পড়তে হবে, সেখান থেকে যে শব্দটি বুঝতে পারা যাবে না, সেটি অর্থ সহ একটি আলাদা খাতায় লিখতে হবে। প্রতিদিন এটি করলে নতুন শব্দের মানে জানা যাবে। এমন পরিস্থিতিতে, নিজেদের শব্দভাণ্ডার শক্তিশালী হতে শুরু করবে। - কেউ যদি অন্তত এক মাস ধরে এক ঘণ্টার জন্যেও ইংরেজি খবরের কাগজ পড়েন, তাহলে ইংরেজির ভিত খুব মজবুত হয়ে যাবে। এর পরে, প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘণ্টা পড়তে হবে। নিয়ম করে এটি করে যেতে হবে।
advertisement
advertisement
advertisement