কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল। এরপর অনেকেরই চিন্তা থাকে যে তারা কী ভাবে এগোবে নিজেদের পড়াশোনা নিয়ে। বিশেষ করে যারা কলা বিভাগের ছাত্র-ছাত্রী তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম কথা শুনতে হয়, যে তাদের হাতে বিকল্প খুব কম। আর্টস নিয়ে পড়লে কেবলমাত্র শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেওয়া যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল, কলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে নানা রকমের সম্ভাবনা।
1.সাংবাদিকতা: সাংবাদিকতা এবং জনসংযোগ এখন উন্নতি করার অনেক সম্ভবনা রয়েছে। আর্টসের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি ভাল পেশা হতে পারে। সোশ্যাল মিডিয়ার চল এখন অনেক বেড়েছে। ফলে দক্ষ শুধু চিরাচরিত মাধ্যমে গুলিতে না নতুন এই ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকদের চাহিদা বেড়েছে। সংবাদ প্রতিবেদক, সম্পাদক, মিডিয়া বিশ্লেষক, কনটেন্ট রাইটার, জনসংযোগ কর্মকর্তা বা মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারে।
5. সামাজিক কাজ: কলাবিভাগের ছাত্র-ছাত্রীরা সমাজ কল্যানমূলক নানা কাজে যুক্ত হতে পারেন। বর্তমানে এই বিষয়ের ওপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। থেকে পড়ে ডিগ্রী অর্জন করে, তারা সামাজিক কাজকেও পেশা অনুসরণ হিসাবে বেছে নিতে পারেন। সামাজিক কাজের সুযোগের মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা (এনজিও), উন্নয়ন সংস্থা এবং হাসপাতালের সঙ্গে কাজ করতে পারবেন।
6. ক্রিয়েটিভ আর্টস: আর্টস শিল্প তাই এই বিষয়ে নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের যদি হাতের কাজ ভালো হয় সেক্ষেত্রে তারা সেদিকেও যেতে পারেন। শুধু আঁকা বা হাতের কাজ নয়, অভিনয়, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, মিউজিক, শিল্পী, ডিজাইনার এবং অ্যানিমেটর হতে পারেন, বা এমনকি তাদের নিজস্ব সৃজনশীল ব্যবসা চালু করতে পারেন। বর্তমানে অনেককে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের হাতে তৈরি জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করছেন এবং তারা খুব লাভবান হচ্ছেন। উপসংহারে, আর্টসের শিক্ষার্থীদের ক্যারিয়ারের অনেক বিকল্প রয়েছে। তাদের আগ্রহ এবং দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটিকে বেছে নিতে হবে।