Success Story: একসঙ্গে UPSC পাশ, প্রেমে পড়ে বিয়ে — এখন নেটদুনিয়ার ভাইরাল IAS দম্পতি স্রুষ্ঠি-নাগার্জুন!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Success Story: IAS স্রুষ্ঠি দেশমুখ ও ড. নাগার্জুন গৌড়ার গল্প যেন সিনেমার মতো— একসঙ্গে UPSC পাশ, প্রেম, বিয়ে, আর এখন ইনস্টাগ্রাম তারকা দম্পতি। জানুন তাঁদের অনুপ্রেরণামূলক যাত্রা ও ভাইরাল সোশ্যাল মিডিয়া উপস্থিতি।
advertisement
স্রুষ্ঠি দেশমুখ ২০১৮ সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ অর্জন করেন। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা স্রুষ্ঠি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কলেজ জীবনের শেষ পর্যায় থেকেই UPSC প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর এই সাফল্য গোটা দেশে আলোচিত হয়েছিল।স্রুষ্ঠি দেশমুখ ২০১৮ সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ অর্জন করেন। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা স্রুষ্ঠি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কলেজ জীবনের শেষ পর্যায় থেকেই UPSC প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর এই সাফল্য গোটা দেশে আলোচিত হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
স্রুষ্ঠি দেশমুখ বর্তমানে ইনস্টাগ্রামে ২৪ লক্ষেরও বেশি (2.4M) ফলোয়ার্সের অধিকারী, আর নাগার্জুন গৌড়ার ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ ৯ হাজার (409K)। এই দম্পতি প্রায়ই তাঁদের ভ্রমণ ও অবসরযাপনের ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাঁদের রোম্যান্টিক ছবি ও জীবনের ঝলক সাধারণ মানুষের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি করে।
